পরিবর্তন – West Bengal State Election 2021
West Bengal Election 2021 Opinion Poll
বলা নেই কওয়া নেই হঠাৎ ই কেষ্টদা এসে হাজির!
আমিও ঘাড় ঘুরিয়ে সম্ভাষণ জানালাম।
অভিবাদন শোনার ও জানাবার অবসর টুকু নেই,
বকবক করে কেষ্ট দা বলতে শুরু করল সামনেই তো গণতন্ত্র উৎসব; চারিদিকে এত
উন্নয়নের প্রতিশ্রুতি ও ইশতেহার বলি কি কিসের উন্নয়ন? রাজ্যে শিল্প নেই,
চাকরি নেই,আছে শুধু ভাতা!
উন্নয়নের প্রতিশ্রুতি ও ইশতেহার বলি কি কিসের উন্নয়ন? রাজ্যে শিল্প নেই,
চাকরি নেই,আছে শুধু ভাতা!
আমি বলি ভালোই তো আছো! উৎসবে মেতে ওঠো- আর পেটে গামছা বেঁধে সোনার বাংলার
স্বপ্ন দেখো!
স্বপ্ন দেখো!
কেষ্টদা চেচিয়ে উঠে বলল -কিসের সোনার বাংলা? যেখানে আমফানের চাল চুরি যায়,
কোভিড এর ত্রাণ কাটমানি হয়ে ঢুকে নেতাদের পকেটে, হবু শিক্ষকরা ফুটপাতে রাত
কাটায়l
কোভিড এর ত্রাণ কাটমানি হয়ে ঢুকে নেতাদের পকেটে, হবু শিক্ষকরা ফুটপাতে রাত
কাটায়l
বিড়ি ধরাতে ধরাতে কেষ্ট দা বলে অন্ন চাই, শিল্প চাই, চাই চাকরি! আচমকাই বলা
নেই কওয়া নেই কেষ্ট দা উধাও।
নেই কওয়া নেই কেষ্ট দা উধাও।
আমি মনে মনে বিড়বিড় করি … কেষ্ট দার মত আম আ দমিও এসব ভাবে? আসলে এরা চায়
পরিবর্তন!এরা চায় সত্যিকারের পরিবর্তন।
পরিবর্তন!এরা চায় সত্যিকারের পরিবর্তন।