Top 10 Health Insurance Company In India 2023 List – Medical
Insurance
Top Health Insurance Companies In India
আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবকিছুর ব্যাপারে অনেক ভেবেচিন্তে কাজ করে থাকি।
ধরুন আপনি একটি নতুন Smartphone কিনতে ইচ্ছুক কিন্তু সেই ব্যাপারে আপনি অনেক ভেবে Google Search করে হাজারো রিভিউ দেখে কিনবেন। সঙ্গে নেবেন আপনি Smartphone Insurance ও।
কিন্তু আপনার জীবনের জন্য আপনি কি কোন ইন্সুরেন্স নিয়েছেন ? আজকের সময়ে যেখানে যেকোন অসুখ হলেই লক্ষ লক্ষ টাকা হয় মেডিকেল বিল। সেখানে দাঁড়িয়ে Insurance করাটা কতটা জরুরি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না
ধরুন আপনি একটি নতুন Smartphone কিনতে ইচ্ছুক কিন্তু সেই ব্যাপারে আপনি অনেক ভেবে Google Search করে হাজারো রিভিউ দেখে কিনবেন। সঙ্গে নেবেন আপনি Smartphone Insurance ও।
কিন্তু আপনার জীবনের জন্য আপনি কি কোন ইন্সুরেন্স নিয়েছেন ? আজকের সময়ে যেখানে যেকোন অসুখ হলেই লক্ষ লক্ষ টাকা হয় মেডিকেল বিল। সেখানে দাঁড়িয়ে Insurance করাটা কতটা জরুরি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না
হেলথ ইন্সুরেন্স কি?
স্বাস্থ্যের যত্ন তো প্রতিটা মানুষই নিয়ে থাকে । কিন্তু সেই স্বাস্থ্য যখন অসুস্থ
হয়ে যায় সে ব্যাপারেও তো আগে থেকেই ভেবে রাখা উচিত নাকি ?
হয়ে যায় সে ব্যাপারেও তো আগে থেকেই ভেবে রাখা উচিত নাকি ?
আপনি আপনার গাড়ি, বাড়ি, ব্যাবসার জন্য যেমন Insurance করিয়ে রাখেন । ঠিক তেমনি
আপনার শরীরের জন্য ও একটি বীমা অর্থাৎ ইন্সুরেন্স করিয়ে রাখাটা জরুরি।
আপনার শরীরের জন্য ও একটি বীমা অর্থাৎ ইন্সুরেন্স করিয়ে রাখাটা জরুরি।
Medical Insurance For Family
ভারতে বিভিন্ন রকমের ইন্সুরেন্স আজকাল দেখা যায় । প্রতিটি ইন্স্যুরেন্সের জন্য
আপনাকে একেক রকম টাকা দিতে হবে । যেমন ধরুন আপনি প্রতি বছর 20 হাজার টাকা আপনার
Medical Insurance খাতে জমা করছেন ।
আপনাকে একেক রকম টাকা দিতে হবে । যেমন ধরুন আপনি প্রতি বছর 20 হাজার টাকা আপনার
Medical Insurance খাতে জমা করছেন ।
তাহলে হয়তো আপনি দের থেকে দু কোটি টাকা পর্যন্ত কভারেজ পেতে পারেন ।
এবার আপনি জিজ্ঞেস করতেই পারেন, যে কতটা বা কত টাকা কভারেজ পাওয়া যাবে ?
দেখুন এই ব্যাপারে সঠিক কোন উত্তর এভাবে দেওয়া মুশকিল।
এটা নির্ভর করছে আপনি কত টাকা প্রিমিয়াম দিচ্ছেন বা কোন কোম্পানিতে দিচ্ছেন
। তাই যেকোন কোম্পানির কাছে নিজের মেডিক্যাল ইন্সুরেন্স করানোর আগে । সেই কোম্পানির
Privacy & Policy ভালো করে পড়ে নিন । না বুঝলে কোন এজেন্ট কিংবা Customer
Care এ যোগাযোগ করুন ।
। তাই যেকোন কোম্পানির কাছে নিজের মেডিক্যাল ইন্সুরেন্স করানোর আগে । সেই কোম্পানির
Privacy & Policy ভালো করে পড়ে নিন । না বুঝলে কোন এজেন্ট কিংবা Customer
Care এ যোগাযোগ করুন ।
Best Health Insurance In India
অথবা Google এ সার্চ করে দেখে নিন সেই কোম্পানির রেপুটেশন কেমন । সব ঠিকঠাক বোঝার
পর তবেই নিজের ইন্সুরেসন্স সেখানে করান । কারণ বিপদে আপনার পাশে কেউ না থাকলে ও
সেই ইন্সুরেসন্স কিন্তু থাকবে ।
পর তবেই নিজের ইন্সুরেসন্স সেখানে করান । কারণ বিপদে আপনার পাশে কেউ না থাকলে ও
সেই ইন্সুরেসন্স কিন্তু থাকবে ।
Best Family Health Insurance Plans In India
এবার চলুন দেখে নেওয়া যাক, ভারতের সেরা কয়েকটি Health insurance Company :
1. Max Bupa
2. Bajaj Allianz
3. Star Health
4. Apollo Munich
5. ICICI Lombard
6. National Insurance
7. New India Assurance
8. Religare
9. Oriental Insurance
10. Cigna TTK
আপনি যখনই নিজের কিংবা পরিবারের কারো হেল্প ইন্সুরেসন্স করাবেন । উপরোক্ত
কোম্পানিগুলো থেকে করাতেই পারেন । এছাড়াও বাজারে অন্যান্য বিভিন্ন কোম্পানি রয়েছে
বা বিভিন্ন Bank থেকেও এখন ইন্সুরেসন্স করানো হয়
কোম্পানিগুলো থেকে করাতেই পারেন । এছাড়াও বাজারে অন্যান্য বিভিন্ন কোম্পানি রয়েছে
বা বিভিন্ন Bank থেকেও এখন ইন্সুরেসন্স করানো হয়