Phande Poriya Boga Kande Re Lyrics (ফান্দে পড়িয়া বগা ) ভাওয়াইয়া
গান
Fande Poriya Boga Kande Re is a Bengali Bhawaiya Song. This song
is originally composed and sung by Abbasuddin Ahamed.
is originally composed and sung by Abbasuddin Ahamed.
অবিভক্ত বাংলার মানুষের জীবনের
এক অমূল্য সম্পদ। যারা জাত পাত ভুলে গানকে ভালো বসেন তাদের জন্য।
Some also people search this song
Fande Poriya Boga Kande Re Lyrics
Credits –
Fande Poriya Boga Kande re
First recording – 1939
Singer – Abbasuddin Ahamed
Phande Poriya Boga Kande Re Lyrics In Bengali
ফান্দে পড়িয়া বগা কান্দে রে
ফাঁদ বসাইছে ফান্দি রে ভাই পুঁটি মাছো দিয়া
ওরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াল দিয়া রে।।
ফান্দে পড়িয়া বগা করে টানাটুনা
ওরে আহারে কুংকুরার সুতা, হল লোহার গুনারে।।
ফান্দে পড়িয়া বগা করে হায়রে হায়
ওরে আহারে দারুন বিধি সাথী ছাইড়া যায় রে।।
আর বগা আহার করে ধল্লা নদীর পারেরে।।
উড়িয়া যায় চখুয়ার পঙ্খী বগীক বলে ঠারে
ওরে তোমার বগা বন্দী হইছে ধল্লা নদীর পারে রে।।
এই কথা শুনিয়া রে বগী দুই পাখা মেলিল
ওরে ধল্লা নদীর পারে যাইয়া দরশন দিল রে।।
বগাক্ দেখিয়া বগিক কান্দে রে
বগীক্ দেখিয়া বগা কান্দেরে।।
ফান্দে পড়িয়া বগা কান্দে রে লিরিক্স
ভালো লাগলে নিজের প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । ভালো
থাকুন, গানে গানে থাকুন।
থাকুন, গানে গানে থাকুন।
Tags – Bengali Lyrics, Bengali Song, Folk Song