Tomra Holdi Makho Lyrics (তোমরা হলদি মাখো) Biyer Gaan
Tomra Holdi Makho Lyrics In Bengali
বিয়ের দিন সকাল বেলায় পাত্র-পাত্রীকে গায়ে হলুদ মাখিয়ে স্নান করানোর রীতি
প্রচলিত। আত্মীয় কুটুম্ব ও এয়োতি মহিলারা একত্রে বেজোড় সংখ্যায় বিভিন্ন রকম
আচার পালনের মধ্য দিয়ে পাত্র/পাত্রীকে সারা গায়ে ভালো করে হলুদ মাখিয়ে দিয়ে
স্নান করানোর নিয়ম, সকাল বেলায় এয়োতিরা জল ভরতে গিয়ে যে জল ভরে আনেন তাই
দিয়ে। গায়ে হলুদের সঙ্গে সঙ্গে গায়ে হলুদ উপলক্ষ্যে গান গাওয়ার রীতিটিও
প্রচলিত। এই অনুষ্ঠানে বাড়ির সকলেই পাত্র/পাত্রীকে হলুদ মাখিয়ে তারপর নিজেদের
মধ্যে হলুদ মাখামাখি করে হইহুল্লোড় করে আনন্দ উপভোগ করেন গান সহযোগে।
প্রচলিত। আত্মীয় কুটুম্ব ও এয়োতি মহিলারা একত্রে বেজোড় সংখ্যায় বিভিন্ন রকম
আচার পালনের মধ্য দিয়ে পাত্র/পাত্রীকে সারা গায়ে ভালো করে হলুদ মাখিয়ে দিয়ে
স্নান করানোর নিয়ম, সকাল বেলায় এয়োতিরা জল ভরতে গিয়ে যে জল ভরে আনেন তাই
দিয়ে। গায়ে হলুদের সঙ্গে সঙ্গে গায়ে হলুদ উপলক্ষ্যে গান গাওয়ার রীতিটিও
প্রচলিত। এই অনুষ্ঠানে বাড়ির সকলেই পাত্র/পাত্রীকে হলুদ মাখিয়ে তারপর নিজেদের
মধ্যে হলুদ মাখামাখি করে হইহুল্লোড় করে আনন্দ উপভোগ করেন গান সহযোগে।
গায়ে হলুদের গানের ক্ষেত্রে উত্তরবঙ্গের গানের মধ্যে বা রাজবংশী সম্প্রদায়ের
মধ্যে এই ধরনের গানের প্রচলন খুব একটা দেখতে পাওয়া যায় না। এই ধরনের
গানের প্রচলন পূর্ববঙ্গে সর্বাধিক লক্ষ্য করা যায়।
মধ্যে এই ধরনের গানের প্রচলন খুব একটা দেখতে পাওয়া যায় না। এই ধরনের
গানের প্রচলন পূর্ববঙ্গে সর্বাধিক লক্ষ্য করা যায়।
তোমরা হলদি মাখো লিরিক্স
তোমরা হলদি মাখো রে
নয়া কইন্যার সুন্দর গায়ে হলদি মাখো রে ।।
আইজ কইন্যার অধিবাস
কাইল কইন্যার বিয়া
শ্বশুরবাড়ি যাবে কইন্যা
বাপো-মাক ছাড়িয়া ।।
এক চোখে হাসি কইন্যার
আর এক চোখে জল
ভর যুবতীর ভরা যৈবন
করে টলমল ।।
বাপের ঘরে মানসী হইয়া
পরের ঘরে যায়
পরের ঘরে যায়া পরকে
আপন করিয়া নেয় ।।
ভিডিও দেখুন
আরো পড়ুন,
গানটি ভালো লাগলে প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।
ভালো থাকুন, গানে গানে থাকুন…
Thank You, Visit Again…