Ami Ki Herilam Lyrics (আমি কি হেরিলাম) জল ভরার গান – Biyer Gaan
এই পর্যায়ের গানগুলি জলসওয়া বা জল ভরার গান ব’লে পরিচিত। বিয়ে,
অন্নপ্রাশন ইত্যাদি এই ধরনের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান উপলক্ষে জল ভরতে যাওয়া
বা জল সইতে যাওয়ার রীতি বা প্রথা প্রচলিত আছে যুগ যুগ ধরে । মূলত এয়োতি/বিবাহিত
মহিলারা বেজোড় সংখ্যায় অর্থাৎ ৩,৫,৭,৯ এইরকম সংখ্যায় একত্রিত হয়ে
এই রীতি পালন করেন। তারা একত্রে কোন নদী, পুকুর বা জলাশয় গিয়ে সেখানে
গঙ্গা পূজা করে কলসি করে জল ভরে নিয়ে আসেন বাড়িতে, সেই জল দিয়ে অনুষ্ঠানের মূল
পাত্র-পাত্রীকে স্নান করানো হয়। এই পর্বে এয়োতি মহিলাদের সঙ্গে বাড়ির আত্মীয়
কুটুম্ব অন্যান্য সদস্যরা সামিল হয়ে পড়েন এবং আনন্দে মেতে ওঠেন এই ধরনের গান
বাজনা সহকারে ।এই ধরনের গানের বিষয় বস্ততে প্রায়সই রাধাকৃষ্ণ প্রসঙ্গ অনুষঙ্গ
হিসেবে চলে আসে।পূর্ববঙ্গের সিলেট অঞ্চলে এই ধরনের ধামাইল গানের প্রচলন সর্বাধিক
এবং সেখানে বিশেষ একটি রীতি পালন করা হয় এর সঙ্গে, সেটি হল মহিলারা তুড়ি
ও তালি সহযোগে চক্রাকারে ঘুরে ঘুরে গানের সঙ্গে নৃত্য করতে করতে গান পরিবেশন করে
তাদের আনন্দ উদযাপন করেন।
অন্নপ্রাশন ইত্যাদি এই ধরনের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান উপলক্ষে জল ভরতে যাওয়া
বা জল সইতে যাওয়ার রীতি বা প্রথা প্রচলিত আছে যুগ যুগ ধরে । মূলত এয়োতি/বিবাহিত
মহিলারা বেজোড় সংখ্যায় অর্থাৎ ৩,৫,৭,৯ এইরকম সংখ্যায় একত্রিত হয়ে
এই রীতি পালন করেন। তারা একত্রে কোন নদী, পুকুর বা জলাশয় গিয়ে সেখানে
গঙ্গা পূজা করে কলসি করে জল ভরে নিয়ে আসেন বাড়িতে, সেই জল দিয়ে অনুষ্ঠানের মূল
পাত্র-পাত্রীকে স্নান করানো হয়। এই পর্বে এয়োতি মহিলাদের সঙ্গে বাড়ির আত্মীয়
কুটুম্ব অন্যান্য সদস্যরা সামিল হয়ে পড়েন এবং আনন্দে মেতে ওঠেন এই ধরনের গান
বাজনা সহকারে ।এই ধরনের গানের বিষয় বস্ততে প্রায়সই রাধাকৃষ্ণ প্রসঙ্গ অনুষঙ্গ
হিসেবে চলে আসে।পূর্ববঙ্গের সিলেট অঞ্চলে এই ধরনের ধামাইল গানের প্রচলন সর্বাধিক
এবং সেখানে বিশেষ একটি রীতি পালন করা হয় এর সঙ্গে, সেটি হল মহিলারা তুড়ি
ও তালি সহযোগে চক্রাকারে ঘুরে ঘুরে গানের সঙ্গে নৃত্য করতে করতে গান পরিবেশন করে
তাদের আনন্দ উদযাপন করেন।
আমি কি হেরিলাম লিরিক্স
আমি কী হেরিলাম যমুনার কূলে
গো সজনী কী হেরিলাম যমুনার কূলে
ব্রজকূলনন্দন হরিল আমার মন
ত্রিভঙ্গী দাঁড়ায় তরুমূলে
গোকূল নগর মাঝে
আরও কত নারী আছে
তাহে কেন না পড়িল বাঁধা
গো সজনী
আমি কী হেরিলাম যমুনার কূলে
গো সজনী কী হেরিলাম যমুনার কূলে।
নির্মল কুলোখানি যতনে রেখেছি আমি
বাঁশি কেন বলে রাধা রাধা
গোকূল নগর মাঝে
আরও কত নারী আছে
তাহে কেন না পড়িল বাধা
গো সজনী
আমি কী হেরিলাম যমুনার কূলে
গো সজনী কী হেরিলাম যমুনার কূলে।
ভিডিও দেখুন
গানটি ভালো লাগলে প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।
ভালো থাকুন, গানে গানে থাকুন…
Thank You, Visit Again…