কেউ কথা রাখেনি – Bengali Story – Durgapuja Special Golpo
কেউ কথা রাখেনি
দুর্গাপূজার একটা আলাদা ডিপ্রেশন আছে । আচ্ছা ভেবে দেখো, এত বছরে এত জনকে এত কথা
দিয়েছো যেগুলো রাখতে পারোনি । স্কুলের শেষের দিন প্রমিস করেছিলে প্রত্যেক পুজোয়
মিট করবে, কলেজে প্রমিস করেছিলে Friends Forever, কিংবা চাকরি চেঞ্জ করার সময় কথা
দিয়েছিলে মাসে একবার তো দেখা করবেই, যেদিন শহর ছেড়েছিলে মাথায় চুমো খেয়ে বলেছিলে
তাড়াতাড়ি ফিরে আসবে । প্রত্যেক পূজোয় বাড়ি ফিরবে । আসোনি …
দিয়েছো যেগুলো রাখতে পারোনি । স্কুলের শেষের দিন প্রমিস করেছিলে প্রত্যেক পুজোয়
মিট করবে, কলেজে প্রমিস করেছিলে Friends Forever, কিংবা চাকরি চেঞ্জ করার সময় কথা
দিয়েছিলে মাসে একবার তো দেখা করবেই, যেদিন শহর ছেড়েছিলে মাথায় চুমো খেয়ে বলেছিলে
তাড়াতাড়ি ফিরে আসবে । প্রত্যেক পূজোয় বাড়ি ফিরবে । আসোনি …
কত প্রমিস তোমার একশটা এক্সকিউজ কিন্তু কথা তুমি রাখনি ।
দেখতে দেখতে আরেকটা পূজোর সিজেন চলে এলো । আগামী কয়েকদিন আলোর রোশনাই, হই হুল্লোড়
খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কাটবে নিশ্চই । নতুন জামাকাপড়, নতুন বন্ধু, কিছু নতুন
সম্পর্ক কিছুটা প্লানড আবার কিছুটা আন প্ল্যানড । একদিন বন্ধুরা মিলে নিজেদের
আড্ডার ঠেকে নিশ্চয়ই বসবে। অষ্টমীর রাতে হোল নাইট । সঙ্গে কাবাব কিংবা বিরিয়ানিও
নিশ্চই অর্ডার করবে । সঙ্গে থাকবে দু চার গ্লাস Apple Juice । আর তা খাওয়ার পরেই
অনেক গল্প, আড্ডা আর গান বাজনার মধ্যেই তোমার হঠাৎ ডিপ্রেসড লাগবে ।
খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কাটবে নিশ্চই । নতুন জামাকাপড়, নতুন বন্ধু, কিছু নতুন
সম্পর্ক কিছুটা প্লানড আবার কিছুটা আন প্ল্যানড । একদিন বন্ধুরা মিলে নিজেদের
আড্ডার ঠেকে নিশ্চয়ই বসবে। অষ্টমীর রাতে হোল নাইট । সঙ্গে কাবাব কিংবা বিরিয়ানিও
নিশ্চই অর্ডার করবে । সঙ্গে থাকবে দু চার গ্লাস Apple Juice । আর তা খাওয়ার পরেই
অনেক গল্প, আড্ডা আর গান বাজনার মধ্যেই তোমার হঠাৎ ডিপ্রেসড লাগবে ।
Bengali Short Stories Online
ঘরের এক কোনায় গিয়ে জানলার পাশটায় বসবে । এক গ্লাস, দু গ্লাস, ছয় গ্লাস
……..
……..
বাকিরা ততক্ষনে ভুলভাল বকছে । তোমার মনে হচ্ছে তুমি একাই শুধুমাত্র সেন্সে আছো ।
অথচ ননসেন্স অনেক কথা ভিড় করতে থাকবে তোমার চোখের সামনে । রাত যত গড়াবে, ঘুম পাক
বা না পাক কান্না কিন্তু পাবে ।
অথচ ননসেন্স অনেক কথা ভিড় করতে থাকবে তোমার চোখের সামনে । রাত যত গড়াবে, ঘুম পাক
বা না পাক কান্না কিন্তু পাবে ।
আসলে দুর্গাপুজোর দিনগুলোর একটা আশ্চর্য্য নস্টালজিয়া আছে । তুমি যতই একটা
ফাটাফাটি লাইভ লিড করোনা কেন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে । লুকিয়ে রাখা Invisible
ফিল্টারের মতো আবেগগুলো কিন্তু তোমাকে অনেক কিছু মনে করিয়ে দেবে । থ্যাংকস টু দিস
থ্রি গ্লাসেস অফ Apple juice এর মধ্যে সারা রাত ফোনের মধ্যে ভিড় জমাবে চেনা কোন
মানুষের ইন্সটা পোস্ট । কিংবা ঠিক উল্টোটা হবে তুমি বাড়ি ফিরতে পারোনি । তুমি একা
বসে আছো, ঘোরাঘুরি করে তুমি ক্লান্ত কিন্তু তবুও মনটা হালকা হলো কই ?
ফাটাফাটি লাইভ লিড করোনা কেন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে । লুকিয়ে রাখা Invisible
ফিল্টারের মতো আবেগগুলো কিন্তু তোমাকে অনেক কিছু মনে করিয়ে দেবে । থ্যাংকস টু দিস
থ্রি গ্লাসেস অফ Apple juice এর মধ্যে সারা রাত ফোনের মধ্যে ভিড় জমাবে চেনা কোন
মানুষের ইন্সটা পোস্ট । কিংবা ঠিক উল্টোটা হবে তুমি বাড়ি ফিরতে পারোনি । তুমি একা
বসে আছো, ঘোরাঘুরি করে তুমি ক্লান্ত কিন্তু তবুও মনটা হালকা হলো কই ?
পড়াশোনা, কেরিয়ার, হৃদয় ভাঙার যন্ত্রনায় তুমি কখন হাঁপিয়ে উঠেছ রাস্তার ট্রাফিক
জ্যামের মতো নিজেই খোঁজ পাওনি ।
জ্যামের মতো নিজেই খোঁজ পাওনি ।
হঠাৎ আজ পাশের প্যান্ডেলের আলোর রোশনাই কিংবা হাতে হাত ধরে হেটে যাওয়া একজোড়া
প্রেমিক প্রেমিকাকে দেখে অনেক কথাই মনে পড়বে তোমার, মনে পড়বেই । অথচ যেগুলো
কিন্তু মনে পড়ার কথাই না আজ …
প্রেমিক প্রেমিকাকে দেখে অনেক কথাই মনে পড়বে তোমার, মনে পড়বেই । অথচ যেগুলো
কিন্তু মনে পড়ার কথাই না আজ …
সত্যি বলতে দুর্গাপূজার কিন্তু আলাদা একটা ডিপ্রেশন আছে । কিছু পুরোনো কথা তোমার
মাথায় ঠিক ভিড় করবেই । হয়তো আড্ডার ঠেকে পুরোনো দিনের পুরোনো পূজোর কথা মনে পড়বে
। আরে, ওই পূজোটা মনে আছে ? যে বছর পকেটে একদম টাকাই ছিলো না, অথবা যে বছর পূজোর
অল্প আগে ব্রেকাপ হয়েছিলো । আজ এত বছর পরে সব মনে পড়বে । মনে পড়বে কবে পূজোর ঠিক
আগে University র রেজাল্ট বেরিয়েছিলো । পরীক্ষার বাঁশ শেষ করে দিয়েছিলো পূজোটা ।
আলাদা হয়ে গিয়েছিলে নিজের বন্ধু বান্ধবীদের থেকে । লুকিয়ে কাটিয়েছিলে সে বছরের
পূজোটা । খুব সাহস করে হয়তো মুখে দেখাচ্ছিলে কিচ্ছু হয়নি কিন্তু বুক ফেটে
যাচ্ছিলো ।
মাথায় ঠিক ভিড় করবেই । হয়তো আড্ডার ঠেকে পুরোনো দিনের পুরোনো পূজোর কথা মনে পড়বে
। আরে, ওই পূজোটা মনে আছে ? যে বছর পকেটে একদম টাকাই ছিলো না, অথবা যে বছর পূজোর
অল্প আগে ব্রেকাপ হয়েছিলো । আজ এত বছর পরে সব মনে পড়বে । মনে পড়বে কবে পূজোর ঠিক
আগে University র রেজাল্ট বেরিয়েছিলো । পরীক্ষার বাঁশ শেষ করে দিয়েছিলো পূজোটা ।
আলাদা হয়ে গিয়েছিলে নিজের বন্ধু বান্ধবীদের থেকে । লুকিয়ে কাটিয়েছিলে সে বছরের
পূজোটা । খুব সাহস করে হয়তো মুখে দেখাচ্ছিলে কিচ্ছু হয়নি কিন্তু বুক ফেটে
যাচ্ছিলো ।
পূজোর এই রাতে মনে হবে পূজো আসছে আসছে ওই ফিলিংটাই ভালো ছিলো…
কি ভাবছো ? পূজোর এই মরশুমে দুঃখ পাওয়াচ্ছি ?
শোন, পাওয়াচ্ছি না । দুঃখ আছে তোমার মনের ভেতরে । তাই সেটা একটু খোঁচা দিলে সারা
দেয় ব্যাস That’s it ..
দেয় ব্যাস That’s it ..
আসলে অনেক কথা না রাখার কথা মনে করিয়ে দেয় এই পূজো । এই যেমন, বোনাস না পাওয়া,
ছুটি না পাওয়া কিংবা ভালোবাসা না পাওয়া ।
ছুটি না পাওয়া কিংবা ভালোবাসা না পাওয়া ।
একেক সময় মনে হয় কেউ কথা রাখেনি
হ্যাঁ, কেউ কথা রাখেনি ।
আমরা নিজেরাই তো কত সময়
কত কথা রাখতে পারিনা ।
অথচ রাখতে চাই , কিন্তু পারি কই ?
ওই একটা কথা আছে না ? We must be the change we expect to see in this world …
let’s be that change
let’s be that change
পুরোনো কথা ভেবে মন খারাপ করে কিন্তু সত্যিই কোন লাভ হয়না । I know it’s
not easier…তার চেয়ে বরং এই পূজোর মরশুমে একটা প্রমিস করি, আমরা কথা রাখবো ।
not easier…তার চেয়ে বরং এই পূজোর মরশুমে একটা প্রমিস করি, আমরা কথা রাখবো ।
May be 100% সাকসেস পাবোনা কিন্তু এটলিস্ট ট্রাই তো করবো মন থেকে । যাতে কখনো
কারোর দুর্গাপূজার ডিপ্রেশন আমরা আর কখনো না হয়ে উঠি ।
কারোর দুর্গাপূজার ডিপ্রেশন আমরা আর কখনো না হয়ে উঠি ।
ডিপ্রেশন হয়ে থাকলে সেটা কাটিয়ে ফেলো । আর হ্যাঁ, একটা রিকুয়েস্ট বেশি খেয়ো না ।
ওই Apple Juice এই মিন ☺️আর কি ?
ওই Apple Juice এই মিন ☺️আর কি ?
আনন্দটা থাক নাহয় একটু লিমিট রেখেই। মনে রেখো কাউকে একদিন কথা দিয়েছিলে, এসবের
থেকে অনেকটা দূরে থাকবে …হয়তো নতুন বন্ধুদের ভিড়ে মনে নেই এটা, কিন্তু তবুও …
থেকে অনেকটা দূরে থাকবে …হয়তো নতুন বন্ধুদের ভিড়ে মনে নেই এটা, কিন্তু তবুও …
তো, কি বলো ? দুর্গাপুজোর একটা আলাদা ডিপ্রেশন আছে । তাই না ? Never mind …
Wish you all an amazing festive season ahead. May you find a reason to fall in
love & find newer reasons to be in love with life.
love & find newer reasons to be in love with life.
Because no matter what, life is worth it….❤️