Chhonnochhara Mon Lyrics (ছন্নছাড়া মন) Tansener Tanpura 2 | Somlata,
Vikram
আঙুলে আঙুল জড়ানোর ফাঁকে জন্মায় ভালোবাসা। তাই হাত ছেড়ে গেলেও সেই ভালোবাসার
স্মৃতি বাষ্পের মত ভেসে বেড়ায় শহরের রাস্তায়, ফুটপাতে, রাতের আকাশে। এই সব
মিথ্যে ডাকের হাতছানিতে কাছে এসে দূরে চলে যাওয়ার মত কঠিন আর কিছুই নয়। শুনে
নিন “ছন্নছাড়া মন’ সোমলতা, জীমূত ও সোহমের কন্ঠে।
স্মৃতি বাষ্পের মত ভেসে বেড়ায় শহরের রাস্তায়, ফুটপাতে, রাতের আকাশে। এই সব
মিথ্যে ডাকের হাতছানিতে কাছে এসে দূরে চলে যাওয়ার মত কঠিন আর কিছুই নয়। শুনে
নিন “ছন্নছাড়া মন’ সোমলতা, জীমূত ও সোহমের কন্ঠে।
Credits :
Singers –
Somlata Acharyya Chowdhury, Jimut Roy, Soham Chakrabarty
Somlata Acharyya Chowdhury, Jimut Roy, Soham Chakrabarty
Music Director – Joy Sarkar
Lyricist –
Srijato
Srijato
Arrangements –
Joy Sarkar
Joy Sarkar
Tabla, Dhol – Joy Nandy, Uday Mukherjee
Guitars – Sanjoy Das, Joy Sarkar
Programming – Sabuj-Ashish
Mixing and Mastering – Goutam Basu
Chhonnochhara Mon Lyrics In Bengali
ভালোবেসে যদি ধরে থাকো মুঠো
ছাড়তে পারবে না,
ভালোবাসা যদি দিয়ে থাকো তাকে
কাড়তে পারবে না,
এ শহরে যত ফুল ফুটেছে
সব একদিন ঝরে যাবে,
প্রেমিকেরা তবু বান্দা নাছোড়
সে কাব্যই করে যাবে ..
ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন,
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ।
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল,
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কে কাবিল।
উমরা বাবি, হাম হে রাহি
বান যা তু মানজিল,
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল?
কাছে এসে কেন দূরে চলে যাবে
ফিরতে পারবে না,
মেঘে মেঘে তার ছোট পাড়াও যেন
ঘিরতে পারবে না।
বন্দরে যত ভিড়বে জাহাজ
সব একদিন ছেড়ে যাবে,
প্রেমিকেরা তবু শ্রান্ত নাবিক
সে ঝঞ্ঝায় পেরে যাবে ..
ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন,
তুই একলা থাক, এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ।
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল,
ইয়া মিটা দে, ইয়া বানা দে
জিনে কে কাবিল।
উমরা বাবি, হাম হে রাহি
বান যা তু মানজিল,
এ মহম্মদ, ইয়ে রাকায়ত
হোগি কব হাসিল?
মলা .. মলা ….
ছন্নছাড়া মন লিরিক্স
Bhalobese jodi dhore thako mutho
Chharte parbe na
Bhalobasa jodi diye thako taake
Karte parbe na
E shohore joto phool futechhe
Sob ekdin jhore jabe
Premikera tobi banda nachhor
Sey kabbyoi kore jabe
Ore chhonnochhara mon
Tor ki hoy kokhon
Tui ekla thak, ei mithye dak
Tor sarao dewa baron