Dugga Dugga Lyrics (দুগ্গা দুগ্গা) Sunidhi Chauhan | Pujor Gaan
Dugga Dugga Lyrics written by Indranil Das & composed by Kaushik –
Guddu. This beautiful
Pujor Gaan
(Durga Puja Song) sung by Sunidhi Chauhan.
Guddu. This beautiful
Pujor Gaan
(Durga Puja Song) sung by Sunidhi Chauhan.
এবারের পুজোটা একটু অন্যরকম | ভালো – মন্দ মিশিয়ে বাঙালির সুপরিচিত উৎসব এইবার
খানিকটা নাগালের বাইরে | কিন্তু তাতে পাল্টায়নি কুমোরটুলির টান, পাল্টায়নি
শরতের মেঘ, পাল্টায়নি ঢাকের আওয়াজ, আর মানুষের মনে পুজো পুজো আমেজটার
সাথে তো জন্ম – জন্মান্তরের সম্পর্ক ! দুর্গাপুজোর এই মনমাতানো আগমনী সুরে
মাতোয়ারা হন সুনিধি চৌহানের কণ্ঠে তার প্রথম পুজোর গানে।
খানিকটা নাগালের বাইরে | কিন্তু তাতে পাল্টায়নি কুমোরটুলির টান, পাল্টায়নি
শরতের মেঘ, পাল্টায়নি ঢাকের আওয়াজ, আর মানুষের মনে পুজো পুজো আমেজটার
সাথে তো জন্ম – জন্মান্তরের সম্পর্ক ! দুর্গাপুজোর এই মনমাতানো আগমনী সুরে
মাতোয়ারা হন সুনিধি চৌহানের কণ্ঠে তার প্রথম পুজোর গানে।
Groove to the Pujor Gaan of the year with “Dugga Dugga” , and relive the true
essence of
Durga Pujo
exactly how we are used to it .
essence of
Durga Pujo
exactly how we are used to it .
দুগ্গা দুগ্গা লিরিক্স
Audio Credits :
Singer – Sunidhi Chauhan
Music – Taakdoom
Composer – Kaushik – Guddu
Lyrics – Indranil Das
Sound Design – ZIA, Aditya Shankar and Kaushik
Music Production – ZIA
Dugga Dugga Lyrics In Bengali
পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে যাদুর
কাঠি
কাঠি
পুজো পুজো আসছে বলে কুমোরটুলি গঙ্গামাটি
গোমড়া-মুখো পাড়ার দোকান সাজছে আবার নতুন
সাজে
সাজে
কিছুতেই মন বসে না , পড়ছে ভাটা সকল
কাজে
কাজে
হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
মন জুড়ে অন্য হাওয়া
খুশিতে হারিয়ে যাওয়া
অশুভর হবেই নিধন
দুঃখ রবে না
লালপেড়ে নতুন শাড়ি
নবরূপে রং বাহারি
উলুতে করবো বরণ
আসছে ঘরে মা
আগমনী শঙ্খধ্বনি
কাশবনে ঢেউ উঠেছে
তাই হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
ছোট ছোট বাচ্ছাগুলো দু’চোখ জুড়ে খুশির
আলো
ডালে ডালে শিউলি কুঁড়ি উৎসবেরই ডাক
পাঠালো
পাঠালো
পূজাবার্ষিকী পাতা প্রবীণ মনেও হাতছানি
দেয়
দেয়
বয়েসের উড়িয়ে ধুলো ভরিয়ে তোলে আলোর
ছোয়ায়
ছোয়ায়
হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
দিন গুনে অপেক্ষাতে
কেটে যায় বছরটাতে
শরতের ডানায় চড়ে দশভুজা মা
মিলনের ভাসিয়ে ভেলা
আবেগের সিঁদুর খেলা
ধুনুচির ছন্দে ওড়ে
অপার মহিমা
চন্ডীপাঠে অঞ্জলিতে
সুরগুলো বাঁধ ভেঙেছে
তাই হোক পুজোর গান
তার তালে তালে প্রাণ
মন যে আনচান আমার হল
বল দুগ্গা এল , বল দুগ্গা এল
ভিডিও দেখুন
গান শুনুন , গানকে ভালোবাসুন
Thank you ….Visit again
Thank you ….Visit again
Tags –
Bengali Lyrics,
Durga Puja Song,
Bangla Gaan
Bengali Lyrics,
Durga Puja Song,
Bangla Gaan