Rangila Bashite Lyrics (রঙ্গিলা বাঁশিতে) Lata Mangeshkar
রঙ্গিলা বাঁশিতে কণ্ঠঃ নিশিতা বড়ুয়া
মূল শিল্পীঃ Lata Mangeshkar
কথাঃ পুলক ব্যানার্জী
কথাঃ পুলক ব্যানার্জী
সুরঃ ভুপেন হাজারিকা
প্রণয়ের অমোঘ আহবানে এক নিঝুম রাতে প্রেমিকার দুর্গম যাত্রা । প্রেমিকের ইশারায়
এই পথ স্বপ্নের মায়াজাল বুনে দেয় প্রেমিকার মনে । সন্ধ্যাতারা পথ দেখায়, আর
কৃষ্ণচূড়ার রক্তিম সাজে সেজে পাখিদের কলতানে প্রকৃতিও যেন এই অভিসারে সঙ্গী হয়
। এমনিভাবেই প্রেম, প্রণয় আর প্রকৃতি একাকার হয়ে ওঠে লতা মঙ্গেশকরের অমর সৃষ্টি
‘ রঙ্গিলা বাঁশিতে ‘ গানে।
এই পথ স্বপ্নের মায়াজাল বুনে দেয় প্রেমিকার মনে । সন্ধ্যাতারা পথ দেখায়, আর
কৃষ্ণচূড়ার রক্তিম সাজে সেজে পাখিদের কলতানে প্রকৃতিও যেন এই অভিসারে সঙ্গী হয়
। এমনিভাবেই প্রেম, প্রণয় আর প্রকৃতি একাকার হয়ে ওঠে লতা মঙ্গেশকরের অমর সৃষ্টি
‘ রঙ্গিলা বাঁশিতে ‘ গানে।
Rangila Bashite Lyrics In Bengali
রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়;
রঙ্গিলা বাঁশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়।
চোখ মেলে চাও মেয়ে গো
লাজ ভুলে যাও মেয়ে গো
চোখ মেলে চাও মেয়ে গো
লাজ ভুলে যাও মেয়ে গো
ডাকে ঐ সুরেরো ভাষায়;
ও রঙিলা বাশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়।
রূপসী নদীর বধুয়ার
হাওয়া দোলা মহুয়ার
মনে কে আগুন জ্বালায়
ও রূপসী নদীর বধুয়ার
হাওয়া দোলা মহিয়ার
মনে কে আগুন জ্বালায়;
ও রঙিলা বাশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
সন্ধ্যা তারা ওই জাগে
কৃষ্ণচূড়ার রং লাগে
মনের গোপন কোন রাগে
কে জানি কখন রাঙায়
ও সন্ধ্যা তারা ওই জাগে
কৃষ্ণচূড়ার রং লাগে
মনের গোপন কোন রাগে
কে জানি কখন রাঙায়।
হরিণির মতো পায়
বুনো মেয়ে ছুটে যায়
পিয়ালের আঙিনায়
গুনগুন অলি গায়
চন্দনা কয় শিমুল শাখায়।
ও চাদ যা শুনে যা
মায়াজাল যা বুনে যা
আয়রে নেমে মেঘের ভেলায়
বাসা বাধার স্বপনে
চলছে কে গো আনমনে
গান গেয়ে নতুন আশায়
ও রঙিলা বাশিতে কে ডাকে
ঘুম ঘুম, নিঝুম রাতের মায়ায়
রঙ্গিলা বাঁশিতে লিরিক্স
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্রিয়জন আর বন্ধুদের সাথে।
ভালো থাকুন, গানে গানে থাকুন। ..
Thank You, Visit Again…