সফলতা ও অনুপ্রেরণার গল্প – Bengali Motivational Story
জ্যাক মা – এই মানুষটি জীবনে কোনদিন চাকরি পায়নি । ওনাকে 30 টি ইন্টারভিউ থেকে রিজেক্ট করা হয়েছে । বলা হয়েছে ওনার মধ্যে নাকি সেই কেপাবিলিটি নেই ,এতবার কখনো ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়েছ ?
এরপর ও কিন্তু সেই মানুষটি ভেঙে পড়েনি , লড়াই করেছে , পরিশ্রম করেছে । আর আজ উনি আলিবাবা গ্রূপের ফাউন্ডার । পৃথিবীর সেরা ধনিদের মধ্যে তার নাম অন্যতম। এবার এই মানুষটি যদি ইন্টারভিউ থেকে রিজেক্ট হওয়ার ভয়ে ঘরে বসে ভাবতো , আমার দ্বারা কিছু হবে না …তাহলে কি আর আমরা জ্যাক মা কে পেতাম …???
এই মানুষটি যদি পারে ,তুমি কেন পারবে না ???
মুনিবা মাজারী – পাকিস্তানের এক ছোট্ট ঘরে জন্ম নেওয়া এই মেয়েটি । 2007 সালে এক এক্সিডেন্ট এ মেয়েটি প্যারালাইজড হয়ে যায় , এবং ঠিক সেই মুহূর্তে তার হাজব্যান্ড তাকে ছেরে চলে যায়, তার ফ্যামিলি তাকে দূরে সরিয়ে দেয় । পরের দু বছর মেয়েটি হসপিটালের বেডে বসে শুধু এটা ভাবতো , যে ” এখন আমি কি করবো ” ?
এই পজিশনে যদি কোন মেয়ে থাকে বা ছেলে থাকে সে কি করবে ? একদম ভেঙে পড়বে।।।
Bengali Motivational Story
জে .কে রোলিং – উনি একজন রাইটার , এইবার তুমি বলবে এটাতে এমন কি বড় ব্যাপার রাইটার তো যে কেউ হতে পারে । জীবনের একটা সময় তিনি জবলেস ছিলেন , এবং ইংল্যান্ডের এক দরিদ্র সীমার নিচে থাকা এক ফ্যামেলি তে তিনি থাকতেন । ওনার লেখা গল্প 12 টি পাবলিশার ছাপতে মানা করে দেন শুধু এই বলে , যে তার গল্পে নাকি আজগুবি তে ভর্তি যেটা বাচ্চাদের মাথায় ঢুকবে না । কিন্তু তার পরে যেটা ঘটলো সেটা ইতিহাস , তার লেখা হারি পটার পড়েনি এমন মানুষ খুব কম আছে । হারি পটার শুধুমাত্র বাচ্চাদের নয় , বুড়োদের ও পছন্দ হয় । 5 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়ো যে কেউ হারি পটার পড়লে একই মজা পাবে ।
তো, এই মানুষটি যদি পারে , তুমি কেন পারবেন না ???
একটি সফলতার গল্প
শাহরুখ খান – কে চেনে না ভাই এই মানুষটিকে ? কিন্তু একটা সময় তার এতটাই দুরাবস্থা ছিলো যে , ফিল্মসিটিতে ঘুরতে যেতে হলে বন্ধুদের গাড়ি ধার করে নিয়ে যেতে হতো । একটা সময় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় , কেন ? কারণ তিনি সময় মতো বাড়ি ভাড়া দিতে পারেননি বলে ..
তার জায়গায় যদি অন্য কেউ থাকতো হয়তো ভেঙে যেত , ডিপ্রেশনে ভূগত …
কিন্তু তিনি আজ 200 কোটি টাকার বাড়ি মন্নত এ থাকেন । বিশ্বের সেরা ধনী অভিনেতাদের মধ্যে তার নাম গণনা করা হয় ।
এই মানুষটি যদি পারে তুমি কেন পারবে না ???
ব্যর্থ মানুষের সফলতার গল্প
Ronaldo – গরীব এক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন , একটাই মাত্র রুম ছিল যেটা নিজের ভাই আর বোনের সাথে শেয়ার করতেন । একটা সময় তাকে স্কুল থেক বের করে দেওয়া হয় , টিচারের সাথে মিস বিহেব করার কারণে । ছোটবেলাতেই তার হৃদরোগের জন্য ডায়াগনোস করা হয় , এবং তাকে দৌড় ঝাপ এসব থেকে দূরে থাকতে বলা হয় । তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো জীবনের খেলাধুলার কথা ভাবতই না ..
কিন্তু আজ রোনাল্ড এই সময়ে দাঁড়িয়ে পৃথিবীর সেরা ফুটবলার …
এই মানুষটি যদি পারে , তুমি কেন পারবে না ??
মহেন্দ্র সিং ধোনি – মধ্যবিত্ত এক ঘরে জন্মে , রেলওয়ের টিকেট চেকার এর চাকরি পেয়েছিলেন । চাইলে সেটাই করতে পারতেন । কিন্তু তিনি থেমে থাকেননি । চাকরি ছেড়ে নিজের প্যাশন কে ফলো করেছেন । আর আজ ভারতের সর্বসময়ের সেরা ক্যাপটেন তাকে বলা হয় । আইসিসির এমন কোন ট্রফি নেই যেটা তিনি যেতেননি ।
এই মানুষটি যদি পারে , তুমি কেন পারবে না ??
নওয়াজউদ্দিন সিদ্দিকী – সাধারণ এক ঘরে
জন্মেছিলেন , এক সময় তার কাছে ঘর ভাড়া ছিলোনা বলে তিনি তার রুমমেটের জন্য রান্না করতেন যাতে সে ঘর ভাড়াটা দিয়ে দেয় ।
সিনিমার জন্য অডিশন দিতে গেলে তাকে বারবার রিজেক্ট করা হয়েছে শুধুমাত্র তার লুকস এর জন্য ।
আর আজ , তিনি একজন আয়ার্ড উউনিং অভিনেতা ।
এই মানুষটি যদি পারে তুমি কেন পারবে না ??
কষ্টের জীবনে সফলতার গল্প
আব্রাহাম লিংকন – মাত্র 9 বছর বয়সে তার মায়ের মৃত্যু হয় । যে মেয়েটিকে
ভালোবাসতেন সে তাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যায় । বন্ধুদের কাছ থেকে দুবার
টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন সেটাও চলেনি , ব্যাবসা বন্ধ হয়ে যায় । যে মেয়েটির সাথে এনগেজমেন্ট হয়েছিল , তার ও এনগেজমেনেটের পরেই মৃত্যু হয় । 8 বার
ইলেকশনে দাঁড়িয়ে 8 বার ই তিনি ফেল করেন ।
এতকিছুর পরও তিনি ভেঙে পড়েননি , এতটাই জেড ছিল যে শেষ বার ইলেকশনে দাঁড়িয়ে
51 বছর বয়সে তিনি আমিরেকার প্রেসিডেন্ট হন ।
এই মানুষটি যদি পারে , তুমি কেন পারবে না ???
ওয়াল্ট ডিজনি – তাকে তার কোম্পানি চাকরি থেকে বের করে দেয় শুধুমাত্র এই বলে
যে , তার মধ্যে নাকি কোন ক্রিয়েটিভিটি নেই ,আইডিয়া নেই …
এই মানুষটিই যদি পরে মিকি মাউসের মতো ক্যারেক্টার বানিয়ে সারা
পৃথিবীতে বিখ্যাত হতে পারে , তাহলে তুমি কেন পারবে না ???
ব্যবসায় সফলতার গল্প
মার্ক জুকারবার্গ – প্রেমিকার সাথে ব্রেকআপের পর তাকে তার প্রেমিকা সব সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় যাতে সে তার সাথে কোনভাবেই যোগাযোগ না করতে পারে ..
হৃদয় ভাঙাতে সে কিন্তু ভেঙে পড়েনি , আজ ফেসবুকের মতো comapny বানিয়ে সে আজ পৃথিবীর সেরা 5 জন ধনীর মধ্যে একজন …
এই মানুষটি যদি পারে , তুমি কেন পারবে না ??
সবশেষে – নরেন্দ্র মোদি – একজন চা বিক্রেতার ছেলে হয়ে তিনি যদি আজ ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে তুমি কেন পারবে না ????
Success Story In Bengali
পৃথিবীতে যারা সাকসেস হয়েছেন তারা কেউ জন্ম থেকেই সাকসেস নয় । তাদের দশটা মাথাও নেই । তোমার মতোই আমার মতই সাধারণ একটা মানুষ ।
এই যে তুমি কিছু হবে না ভেবে চুপ করে বসে আছো , প্রেম ভেঙে গেছে ,হাতে টাকা নেই , চাকরি নেই বলে আফসোস করছো … এই তুমিও সাকসেস হতে পারো ।তুমিও পারো জীবনে প্রতিষ্ঠিত হতে ।
তুমিও পারো বাকিদের মতো , হা সত্যিই পারো ..
একটা কথা জানত ‘ তোমার স্ট্রাগল যতটা কষ্টের হবে , তোমার সাফল্যে ঠিক ততটাই গ্লোরিয়াস হবে .. আর এই সাফল্য হলো একটা জার্নির মতো , যেখানে তোমাকে হাটতে
হবে অনেকটুকু পথ…
বং কানেকশনের পক্ষ থেকে …তোমার স্বপ্নের প্রতি , তোমার লক্ষের প্রতি আমার বিশ্বাস আছে … আমি জানি তুমি পারবে , হা তুমি সত্যিই পারবে । তুমি শুধু তোমার ভেতরের আগুনটুকু জ্বালাও , দেখবে তোমার এই জীবন আর চারপাশের মানুষেরা একদিন তোমার সামনে এসে তোমাকে স্যালুট করছে । তুমি স্টুডেন্ট , কোন ব্যাবসায়ী কিংবা কোন চাকরির ইন্টারভিউ দেওয়া কোন বেকার …যেই হও না কেন ?? ভেঙে পড়বে না ,
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..
Thank You, Visit Again…