ভূতের গল্প সত্য ঘটনা – Bengali Real Bhuter Golpo
চোখের ভুল
– শঙ্কর চ্যাটার্জী
অনির্বাণ-কে কথা দিয়েছি , সত্যি ভূতের গল্প গ্রূপের
সাহিত্য সভা অনুষ্ঠানে থাকবো ! তাই বৃহস্পতিবারের বার বেলায়
গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আসানসোল থেকে l শালীর মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানে কর্তা
গিন্নী এসেছিলাম l ওদের জোরাজুরিতে স্ত্রী আটকে পড়লো l সোমবার ভায়রাভাই পৌঁছে
দিয়ে যাবে l
সাহিত্য সভা অনুষ্ঠানে থাকবো ! তাই বৃহস্পতিবারের বার বেলায়
গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আসানসোল থেকে l শালীর মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানে কর্তা
গিন্নী এসেছিলাম l ওদের জোরাজুরিতে স্ত্রী আটকে পড়লো l সোমবার ভায়রাভাই পৌঁছে
দিয়ে যাবে l
সুনীল আমার গাড়ির ড্রাইভার l মসৃন পথ বেয়ে
বোলেরো ছুটছে l আশা করি সন্ধ্যের আগেই চুঁচুড়া পৌঁছে যাবো l গাড়ির এ সি পুরোদমে
কাজ করে চলেছে l ঘন্টা খানেক কাটতে চললো l দূর্গাপুর আসছে l গ্রীষ্মের দুপুরে
ন্যাশানাল হাইওয়ে মোটামুটি খালি l এইসময় সিগারেট তেষ্টা পেলো l মনে পড়লো ,
খেয়েদেয়ে বেরোবার সময় প্যাকেটটা ওখানেই ফেলে এসেছি l সিগারেটের নেশাটা
অমনি দুগুণ বেড়ে গেলো l
বোলেরো ছুটছে l আশা করি সন্ধ্যের আগেই চুঁচুড়া পৌঁছে যাবো l গাড়ির এ সি পুরোদমে
কাজ করে চলেছে l ঘন্টা খানেক কাটতে চললো l দূর্গাপুর আসছে l গ্রীষ্মের দুপুরে
ন্যাশানাল হাইওয়ে মোটামুটি খালি l এইসময় সিগারেট তেষ্টা পেলো l মনে পড়লো ,
খেয়েদেয়ে বেরোবার সময় প্যাকেটটা ওখানেই ফেলে এসেছি l সিগারেটের নেশাটা
অমনি দুগুণ বেড়ে গেলো l
বললাম l ” সামনে , সিগারেটের দোকান দেখতে
পেলে দাঁড়াস তো l ” ও ঘাড় নাড়লো l একটু এগিয়েই দোকান পেলো l ওকে
বসিয়ে রেখে দোকানে ঢুকে সিগারেট কিনে ধরালাম l কেননা এসির মধ্যে ধোঁয়া টানা
যাবে না l রোদের তাপ থেকে বাঁচার জন্যে , বেশ কয়েকজন দোকানের ছায়াতে দাঁড়িয়ে
! এক্সপ্রেস বাসের জন্যে ওয়েট করছে l
পেলে দাঁড়াস তো l ” ও ঘাড় নাড়লো l একটু এগিয়েই দোকান পেলো l ওকে
বসিয়ে রেখে দোকানে ঢুকে সিগারেট কিনে ধরালাম l কেননা এসির মধ্যে ধোঁয়া টানা
যাবে না l রোদের তাপ থেকে বাঁচার জন্যে , বেশ কয়েকজন দোকানের ছায়াতে দাঁড়িয়ে
! এক্সপ্রেস বাসের জন্যে ওয়েট করছে l
এইসময় চোখে পড়লো কলেজের বন্ধু শোভন কে l ওকে
দেখামাত্রই মনে পড়ে গেলো….পুরোনো কথাগুলো l ওর বাড়ি বর্ধমানে l গত ছয় মাস হলো
ওর সঙ্গে , আমরা বন্ধুরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি l কারণ , ওর স্ত্রী
কেয়ার সঙ্গে শোভনের আচরণ ! মাত্র তিন বছর বিয়ের মধ্যেই ওদের সম্পর্ক
তলানিতে ঠেকেছে l
দেখামাত্রই মনে পড়ে গেলো….পুরোনো কথাগুলো l ওর বাড়ি বর্ধমানে l গত ছয় মাস হলো
ওর সঙ্গে , আমরা বন্ধুরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি l কারণ , ওর স্ত্রী
কেয়ার সঙ্গে শোভনের আচরণ ! মাত্র তিন বছর বিয়ের মধ্যেই ওদের সম্পর্ক
তলানিতে ঠেকেছে l
দুজনের কথা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে
গেছি l দুজনেই আমাদের কলেজের বন্ধু l কাকে সমর্থন করবো ? ইদানিং
ফোন এলে সযত্নে এড়িয়ে যাই আমরা l ওরা বোধহয় বুঝতে পেরেছিলো l তাই মাস
খানেক হলো ফোনাফোনি বন্ধ হয়ে গেছে l শেষ খবর পেয়েছিলাম l ওরা ডিভোর্সের
জন্যে কোর্টের দ্বারস্থ হয়েছে l
গেছি l দুজনেই আমাদের কলেজের বন্ধু l কাকে সমর্থন করবো ? ইদানিং
ফোন এলে সযত্নে এড়িয়ে যাই আমরা l ওরা বোধহয় বুঝতে পেরেছিলো l তাই মাস
খানেক হলো ফোনাফোনি বন্ধ হয়ে গেছে l শেষ খবর পেয়েছিলাম l ওরা ডিভোর্সের
জন্যে কোর্টের দ্বারস্থ হয়েছে l
ভয়ংকর ভুতের গল্প সত্য ঘটনা
যেহেতু সামনা সামনি দেখা হয়ে গেলো l এড়াতে পারলাম
না l ও নিজেই এগিয়ে এলো l মুখে হাসি টেনে বললো l ” কি রে ? তুই এখানে ? ”
বললাম l ভদ্রতার খাতিরে আমাকেও প্রশ্ন করতে হলো l শুনলাম দরকারি কাজে এসেছিলো l
এখন বাড়ি ফিরছে ! দায়সারা গোছে বললাম l ” আমিও ওদিকে যাবো l
তোকে বর্ধমানে নামিয়ে দিচ্ছি !”
না l ও নিজেই এগিয়ে এলো l মুখে হাসি টেনে বললো l ” কি রে ? তুই এখানে ? ”
বললাম l ভদ্রতার খাতিরে আমাকেও প্রশ্ন করতে হলো l শুনলাম দরকারি কাজে এসেছিলো l
এখন বাড়ি ফিরছে ! দায়সারা গোছে বললাম l ” আমিও ওদিকে যাবো l
তোকে বর্ধমানে নামিয়ে দিচ্ছি !”
আমরা গাড়িতে উঠতে সুনীল স্টার্ট দিলো
l বাইরে যেন আগুনের হলকা ছুটছে l …আমি জানি , শোভন একটু বাদেই কেয়ার প্রসঙ্গ
তুলবে l হলোও তাই !
l বাইরে যেন আগুনের হলকা ছুটছে l …আমি জানি , শোভন একটু বাদেই কেয়ার প্রসঙ্গ
তুলবে l হলোও তাই !
সিটে হেলান দিয়ে বললো l ” বন্ধুরা
সবাই আমাকে এড়িয়ে যায় l জানি তোদের চোখে আমারই সব দোষ l আর কেয়া তুলসী পাতা l
” সত্যি …এরাই বাড়ির অমতে লাভ ম্যারেজ করেছে ! ও আবার কথার জের
টানলো l ” কেয়া তোদের সঙ্গে যোগাযোগ রাখে ? ”
সবাই আমাকে এড়িয়ে যায় l জানি তোদের চোখে আমারই সব দোষ l আর কেয়া তুলসী পাতা l
” সত্যি …এরাই বাড়ির অমতে লাভ ম্যারেজ করেছে ! ও আবার কথার জের
টানলো l ” কেয়া তোদের সঙ্গে যোগাযোগ রাখে ? ”
” না l ” ছোট্ট জবাব l বোধহয় বিশ্বাস
করলো না l
করলো না l
” তোরা জানিস , আমাদের মধ্যে কেস চলছে
ডিভোর্সের ? ” ঘাড় নাড়লাম l ও জোরে শ্বাস টেনে বললো l
ডিভোর্সের ? ” ঘাড় নাড়লাম l ও জোরে শ্বাস টেনে বললো l
” ….একটা সুখবর দিচ্ছি l ” ওর দিকে
তাকালাম l তবে কি ডিভোর্স হয়ে গেলো ? ওরা দুজনে মুক্ত ? শোভন বলে যেতে
থাকলো l
তাকালাম l তবে কি ডিভোর্স হয়ে গেলো ? ওরা দুজনে মুক্ত ? শোভন বলে যেতে
থাকলো l
” …আমরা দুজনেই বুঝতে পেরেছি , আমাদের
ভুলগুলো l বন্ধু বান্ধব , আত্মীয় স্বজন , সবাই কেমন এড়িয়ে যাচ্ছিলো গত কয়েক মাস
ধরে l নিজেদেরই সবার কাছে ছোট লাগছিলো l …তুই ভালো করে কেয়াকে জানিস
..l কি রকম একগুঁয়ে , জেদি প্রকৃতির মেয়ে l বাধ্য হয়ে আমিই একতরফা ভাবে
স্যারেন্ডার করলাম l” গাড়ির কাঁচের জানলা দিয়ে বাইরের দিকে তাকালো ও l
ভুলগুলো l বন্ধু বান্ধব , আত্মীয় স্বজন , সবাই কেমন এড়িয়ে যাচ্ছিলো গত কয়েক মাস
ধরে l নিজেদেরই সবার কাছে ছোট লাগছিলো l …তুই ভালো করে কেয়াকে জানিস
..l কি রকম একগুঁয়ে , জেদি প্রকৃতির মেয়ে l বাধ্য হয়ে আমিই একতরফা ভাবে
স্যারেন্ডার করলাম l” গাড়ির কাঁচের জানলা দিয়ে বাইরের দিকে তাকালো ও l
” ডিভোর্সের মামলা তুলে নিতে
রাজি হয়েছে ও ? ” উৎসাহের গলা আমার l
রাজি হয়েছে ও ? ” উৎসাহের গলা আমার l
” …হয়েছে l আগামী সপ্তাহে তুলে
নেবে ! ”
নেবে ! ”
” দারুণ খবর l আজ রাত্রেই
বন্ধুদের জানিয়ে দিচ্ছি ..l আরে কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি হয় না ?
তাই বলে , একেবারে ডিভোর্স ? …যাক, তোরা ভুল বুঝতে পেরেছিস এটাই বিরাট
ব্যাপার ! ”
বন্ধুদের জানিয়ে দিচ্ছি ..l আরে কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি হয় না ?
তাই বলে , একেবারে ডিভোর্স ? …যাক, তোরা ভুল বুঝতে পেরেছিস এটাই বিরাট
ব্যাপার ! ”
” আমরা নয় ! আমি বল
! ” ওর কণ্ঠে অল্প হতাশা …l © Sankar
Chatterjee.
! ” ওর কণ্ঠে অল্প হতাশা …l © Sankar
Chatterjee.
” আরে , একজনকে এগিয়ে যেতে হয়
! দেখবি আবার সব ঠিক হয়ে যাবে ! ” প্রসঙ্গটা এড়াতে চাইছি
! ও বুঝলো l নিজেই কথা ঘোরালো l
! দেখবি আবার সব ঠিক হয়ে যাবে ! ” প্রসঙ্গটা এড়াতে চাইছি
! ও বুঝলো l নিজেই কথা ঘোরালো l
” তুই এখনও আগের মতো ভূতের গল্প লিখিস ?
”
”
” তা লিখি l ” গাড়ি এগিয়ে
চলেছে বর্ধমানের দিকে l
চলেছে বর্ধমানের দিকে l
” একটা কথা সত্যি করে বলবি ? ”
প্রশ্নের মুখে ওর দিকে তাকালাম l ” আত্মার বিষয়ে তোর কোন অভিজ্ঞতা
আছে ? না , শুধুই বানানো গল্প ? ” এই প্রশ্নটা অনেকেই আমাকে করে !
উত্তরটা এড়িয়ে যাই l কেননা সত্যি তেমন কোন অভিজ্ঞতা আমার নেই l
প্রশ্নের মুখে ওর দিকে তাকালাম l ” আত্মার বিষয়ে তোর কোন অভিজ্ঞতা
আছে ? না , শুধুই বানানো গল্প ? ” এই প্রশ্নটা অনেকেই আমাকে করে !
উত্তরটা এড়িয়ে যাই l কেননা সত্যি তেমন কোন অভিজ্ঞতা আমার নেই l
” দেখ , বিখ্যাত এক ভৌতিক গল্পের লেখক বলে
গিয়েছিলেন l — মানুষের মনের অন্ধকার.. জমে ভয়ের সৃষ্টি হয় l ….আর ভয়
জমে জমে ভূতের আবির্ভাব হয় l …তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন ? ”
গিয়েছিলেন l — মানুষের মনের অন্ধকার.. জমে ভয়ের সৃষ্টি হয় l ….আর ভয়
জমে জমে ভূতের আবির্ভাব হয় l …তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন ? ”
শোভন একটু কিন্তু কিন্তু করে বললো l ” আমি তোকে ভূত
দেখাতে পারি ! ” অবাক হলাম l ” জানি বিশ্বাস করবি না l ..তুই
বললি , আগামী রবিবার কি একটা ভৌতিক সম্মেলনে যাচ্ছিস ? তার আগে যদি ভূত দেখার
অভিজ্ঞতা হয়ে যায় ….তোর পাঠক পাঠিকারা শুনে তাজ্জব বনে যাবে …l”
দেখাতে পারি ! ” অবাক হলাম l ” জানি বিশ্বাস করবি না l ..তুই
বললি , আগামী রবিবার কি একটা ভৌতিক সম্মেলনে যাচ্ছিস ? তার আগে যদি ভূত দেখার
অভিজ্ঞতা হয়ে যায় ….তোর পাঠক পাঠিকারা শুনে তাজ্জব বনে যাবে …l”
হাসলাম l ” ধুর বানাচ্ছিস ? ”
ওর মুখটা গম্ভীর l
ওর মুখটা গম্ভীর l
” ….শনিবার , বিকেলের দিকে বর্ধমানে চলে
আয় l যদি দেখাতে না পারি ….আমার নামে কুকুর পুষবি l ” ওর গলায় বিশ্বাসের
প্রতিধ্বনি !
আয় l যদি দেখাতে না পারি ….আমার নামে কুকুর পুষবি l ” ওর গলায় বিশ্বাসের
প্রতিধ্বনি !
” দেখ , অতদূর থেকে আসবো…” l ও
মাঝপথেই বললো l
মাঝপথেই বললো l
” …..একশোভাগ গ্যারান্টি l কিন্তু তুই সহ্য করতে
পারবি তো ? ”
পারবি তো ? ”
” সিওর l ” আমার মনে সুপ্ত
উত্তেজনা l ” কিন্তু রবিবার , কলেজ স্কোয়ারে অনুষ্ঠান l ”
উত্তেজনা l ” কিন্তু রবিবার , কলেজ স্কোয়ারে অনুষ্ঠান l ”
” তুই ….শনিবার সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে
আয় l দু ঘন্টার মধ্যে তোর অভীষ্ট পূর্ণ হবে l নটার মধ্যে এখান থেকে ফিরে
যেতে পারবি ! অবশ্য তখন তোর মনের স্বাভাবিক অবস্থা কতখানি থাকবে জানিনা ?
”
আয় l দু ঘন্টার মধ্যে তোর অভীষ্ট পূর্ণ হবে l নটার মধ্যে এখান থেকে ফিরে
যেতে পারবি ! অবশ্য তখন তোর মনের স্বাভাবিক অবস্থা কতখানি থাকবে জানিনা ?
”
হাড় হিম করা ভূতের গল্প
….বর্ধমান আসছে l কথা ফাইনাল হয়ে গেলো l ও নেমে
যাবার আগে প্রশ্ন করলাম l
যাবার আগে প্রশ্ন করলাম l
” কেয়া এখন কি তোর কাছেই ফিরে এসেছে ? ”
” …এখন মায়ের ওখানে ব্যান্ডেলে l রবিবার আমি
গিয়ে নিয়ে আসবো l ” গাড়ি থেকে নেমে গেলো ও l সামনে রাস্তা একটু জ্যাম l বর্ধমান
শহর , একটু ভিড় হবে l ….বিকেলচারটে বেজে গেছে l বাইরে এখনও রোদের প্রচন্ড তাপ
l অবশ্য গাড়ির ভেতরে বসে বোঝা যাচ্ছে না l
গিয়ে নিয়ে আসবো l ” গাড়ি থেকে নেমে গেলো ও l সামনে রাস্তা একটু জ্যাম l বর্ধমান
শহর , একটু ভিড় হবে l ….বিকেলচারটে বেজে গেছে l বাইরে এখনও রোদের প্রচন্ড তাপ
l অবশ্য গাড়ির ভেতরে বসে বোঝা যাচ্ছে না l
বোলেরো গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে l মাথার
মধ্যে শোভনের শেষ কথাগুলো ঘুরপাক খাচ্ছে l ….দু ঘন্টার মধ্যে তোর অভীষ্ট
সিদ্ধ হবে l অবশ্য তখন তুই কতখানি স্বাভাবিক থাকবি ?? — তবে কি সত্যি
আমি দেখতে পাবো ? শোভন যদি নিঃসন্দেহ না হতো , তাহলে এতদূরে আমাকে ডাকতো না
! ও যাই হোক , মিথ্যেবাদী নয় l
মধ্যে শোভনের শেষ কথাগুলো ঘুরপাক খাচ্ছে l ….দু ঘন্টার মধ্যে তোর অভীষ্ট
সিদ্ধ হবে l অবশ্য তখন তুই কতখানি স্বাভাবিক থাকবি ?? — তবে কি সত্যি
আমি দেখতে পাবো ? শোভন যদি নিঃসন্দেহ না হতো , তাহলে এতদূরে আমাকে ডাকতো না
! ও যাই হোক , মিথ্যেবাদী নয় l
শনিবারের কথা ভেবে , গা টা শির শির করে
উঠলো l কোথায় দেখাবে ? ..কথাটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি l
উঠলো l কোথায় দেখাবে ? ..কথাটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি l
যাক, শনিবার তো বেশি দূর নয় l
….তখনও জানিনা , কয়েক মিনিট বাদেই কি চমক
আমার জন্যে অপেক্ষা করে আছে ??
আমার জন্যে অপেক্ষা করে আছে ??
আরো পড়ুন, ভুতের গল্প
…..গাড়িটা গতি নেবার আগেই , রাস্তার ধারে কেয়াকে চোখে
পড়লো l …এতো দেখছি বিরাট চমক ! একটু আগে কর্তা…এখন আবার গিন্নী
! সুনীলকে গাড়িটা রাস্তার ধারে সাইড করতে বললাম l দরজা খুলে বেরিয়ে কেয়ার
নাম ধরে ডাকলাম ! ও আমাকে দেখে বেশ অবাক হলো l
পড়লো l …এতো দেখছি বিরাট চমক ! একটু আগে কর্তা…এখন আবার গিন্নী
! সুনীলকে গাড়িটা রাস্তার ধারে সাইড করতে বললাম l দরজা খুলে বেরিয়ে কেয়ার
নাম ধরে ডাকলাম ! ও আমাকে দেখে বেশ অবাক হলো l
হাসি মুখে এগিয়ে এলো l ” কি ব্যাপার শঙ্কর
তুই এখানে ? ” কলেজের বন্ধু তুই তোকারির সম্পর্ক ! বললাম কেন এখানে
l
তুই এখানে ? ” কলেজের বন্ধু তুই তোকারির সম্পর্ক ! বললাম কেন এখানে
l
” একটু আগেই শোভন বললো , রবিবার তোকে তোদের
ব্যান্ডেল বাড়ি থেকে আনতে যাবে ! …” ও রুমালদিয়ে কপালের ঘাম মুছলো
l
ব্যান্ডেল বাড়ি থেকে আনতে যাবে ! …” ও রুমালদিয়ে কপালের ঘাম মুছলো
l
” ঠিকই বলেছে l আমি বন্ধুর বাড়িতে এসেছিলাম
l এখন ফিরছি l” আমি মুখে হাসি ফুটিয়ে বললাম l
l এখন ফিরছি l” আমি মুখে হাসি ফুটিয়ে বললাম l
” একটু আগেই তোর কর্তাকে লিফট দিয়েছি l তুই আর
বাকি থাকিস কেন ? ” কেয়া কপট রাগ দেখিয়ে বললো l
বাকি থাকিস কেন ? ” কেয়া কপট রাগ দেখিয়ে বললো l
” এর জন্যে কোন পয়সা দিতে পারবো না l
” দুজনেই হেসে উঠলাম l আমাদের গাড়ি চালু হলো l
” দুজনেই হেসে উঠলাম l আমাদের গাড়ি চালু হলো l
” তা তোর বন্ধু কোথায় গিয়েছিলো ?
” বললাম l বুঝলাম , মান অভিমানের পালা এখনো শেষ হয় নি l নাহলে শোভনের নাম
ধরেই ডাকতো l কেয়া বললো l
” বললাম l বুঝলাম , মান অভিমানের পালা এখনো শেষ হয় নি l নাহলে শোভনের নাম
ধরেই ডাকতো l কেয়া বললো l
” তোরা কেমন আছিস ? ”
” বিন্দাস , ফাটাফাটি l ” ওর দিকে তাকালাম l
” …. তাহলে রাধার মান ভঞ্জন হলো ? ” ওর চোখে একটা নিরাশার ছায়া l তবে কি ও এই
মিলনে খুশি নয় ? তার মানে , শোভন যা বললো তা ঠিক ! ওই একতরফা ইগো ত্যাগ
করেছে ? একটু বাজিয়ে দেখা যাক l
” …. তাহলে রাধার মান ভঞ্জন হলো ? ” ওর চোখে একটা নিরাশার ছায়া l তবে কি ও এই
মিলনে খুশি নয় ? তার মানে , শোভন যা বললো তা ঠিক ! ওই একতরফা ইগো ত্যাগ
করেছে ? একটু বাজিয়ে দেখা যাক l
” কি রে ? চোখ মুখ দেখে মনে হচ্ছে খুশি নোস ?
”
”
” …দেখ, অনেক সময় ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে হয়
..l শুধু মাত্র সমাজের দিকে তাকিয়ে l ” যান্ত্রিক গলা l
..l শুধু মাত্র সমাজের দিকে তাকিয়ে l ” যান্ত্রিক গলা l
ভুতের গল্প সত্য ঘটনা pdf
” একটু খুলে বলা যাবে ? জানবি তোর কথা আমার মনের
মধ্যেই থাকবে l পাঁচ কান হবে না l ” ও একটু ভাবলো ..l সূর্য পশ্চিম দিকে চলে
গেছে l এবার কেয়া ড্রাইভারের দিকে তাকালো l …” কোন চিন্তা নেই l
খুব বিশ্বস্ত l ” মুখ খুললো ও l
মধ্যেই থাকবে l পাঁচ কান হবে না l ” ও একটু ভাবলো ..l সূর্য পশ্চিম দিকে চলে
গেছে l এবার কেয়া ড্রাইভারের দিকে তাকালো l …” কোন চিন্তা নেই l
খুব বিশ্বস্ত l ” মুখ খুললো ও l
” …আমি জানিনা , ওই স্কাউণ্ড্রেলটা তোদের কি
বলেছে ? ” ঘৃণা গড়িয়ে পড়লো l ” আমি জীবনে চরম ভুল করেছি ওকে বিয়ে
করে l ” শোভনের সাথে দেখা হলে , বলতে হবে l এইভাবে দুজনের মনের ভেতরে এতো বিষ
রেখে চলা যায় না l আগামী দিনে আরও বড়ো বিপদের সম্মুখীন হতে হয় ! ©
Sankar Chatterjee.
বলেছে ? ” ঘৃণা গড়িয়ে পড়লো l ” আমি জীবনে চরম ভুল করেছি ওকে বিয়ে
করে l ” শোভনের সাথে দেখা হলে , বলতে হবে l এইভাবে দুজনের মনের ভেতরে এতো বিষ
রেখে চলা যায় না l আগামী দিনে আরও বড়ো বিপদের সম্মুখীন হতে হয় ! ©
Sankar Chatterjee.
” তুই আমাকে খারাপ ভাবছিস ? ” কেয়া
একটু সরে এলো l ” মানুষের জীবনে , সন্দেহ বাতিক জিনিসটা ভয়ঙ্কর ! যে কোন
সম্পর্ক তে ভাঙন ধরাতে পারে l শোভনের মধ্যে এই রোগটা মাথা থেকে পা পর্যন্ত l
শুনবি তোর বন্ধুর গুণপনা ? ” ও কোল কুঁজো হয়ে বসলো l ” একদিন
অর্ককে ফোন করছি …নানাবিধ কথা হচ্ছে l তুই তো জানিস , অর্ক কি ধরণের মজার
মজার কথা বলে l আমি খুব হাসছি l ঘরের মধ্যে শোভন বসেছিল l সটান এসে , আমার হাত
থেকে ফোনটা কেড়ে নিয়ে অর্ককে কি অকথ্য ভাষায় কথা বললো l লজ্জায় মাটিতে মিশিয়ে
যেতে ইচ্ছে করছিলো l ..তারপর থেকে তোদের সঙ্গে কথা বলতেই ভয় লাগতো l ” অর্ক
কোনদিন এসব কথা আমায় বলেনি l বোধহয় লজ্জায় !
একটু সরে এলো l ” মানুষের জীবনে , সন্দেহ বাতিক জিনিসটা ভয়ঙ্কর ! যে কোন
সম্পর্ক তে ভাঙন ধরাতে পারে l শোভনের মধ্যে এই রোগটা মাথা থেকে পা পর্যন্ত l
শুনবি তোর বন্ধুর গুণপনা ? ” ও কোল কুঁজো হয়ে বসলো l ” একদিন
অর্ককে ফোন করছি …নানাবিধ কথা হচ্ছে l তুই তো জানিস , অর্ক কি ধরণের মজার
মজার কথা বলে l আমি খুব হাসছি l ঘরের মধ্যে শোভন বসেছিল l সটান এসে , আমার হাত
থেকে ফোনটা কেড়ে নিয়ে অর্ককে কি অকথ্য ভাষায় কথা বললো l লজ্জায় মাটিতে মিশিয়ে
যেতে ইচ্ছে করছিলো l ..তারপর থেকে তোদের সঙ্গে কথা বলতেই ভয় লাগতো l ” অর্ক
কোনদিন এসব কথা আমায় বলেনি l বোধহয় লজ্জায় !
” তাহলে , তুই আর রাজি হোস না l যার মন এইরকম
কদর্য ! কিন্তু ভেবে পাচ্ছি না ….ও আবার তোকে কাছে পেতে চাইছে কেন ? ”
….সুনীল একমনে গাড়ি ড্রাইভ করে চলেছে l বর্ধমান ছেড়ে অনেকটা এগিয়ে এসেছি
l
কদর্য ! কিন্তু ভেবে পাচ্ছি না ….ও আবার তোকে কাছে পেতে চাইছে কেন ? ”
….সুনীল একমনে গাড়ি ড্রাইভ করে চলেছে l বর্ধমান ছেড়ে অনেকটা এগিয়ে এসেছি
l
” ….কেন আবার ? ” পুরোনো কথা টানলো কেয়া
l ” “আমার উকিল , খোরপোষের দাবি করেছে ! ব্যাস বাবুর
মাথা ঘুরে গেছে l …তারপর থেকে শুরু হয়েছে নাকি কান্না… l এক পয়সার ফাদার
মাদার l ” জলের বোতলটা বার করে ওর দিকে এগিয়ে ধরলাম l
l ” “আমার উকিল , খোরপোষের দাবি করেছে ! ব্যাস বাবুর
মাথা ঘুরে গেছে l …তারপর থেকে শুরু হয়েছে নাকি কান্না… l এক পয়সার ফাদার
মাদার l ” জলের বোতলটা বার করে ওর দিকে এগিয়ে ধরলাম l
কেয়ার সঙ্গে আজ দেখা না হলে , শোভনকে চিনতে পারতাম
না ! আমিও একটু জল গলায় ঢেলে রেখে দিলাম ..l কেয়া সবাইয়ের মন রাখতে গিয়ে
ইচ্ছে করে আত্মহত্যা করতে চলেছে l ওর সুন্দর মনটাকে খুন করছে l খুব খারাপ লাগছে
l ওর জন্যে বুকের ভেতর একটা কষ্ট ডেলা পাকাচ্ছে l
না ! আমিও একটু জল গলায় ঢেলে রেখে দিলাম ..l কেয়া সবাইয়ের মন রাখতে গিয়ে
ইচ্ছে করে আত্মহত্যা করতে চলেছে l ওর সুন্দর মনটাকে খুন করছে l খুব খারাপ লাগছে
l ওর জন্যে বুকের ভেতর একটা কষ্ট ডেলা পাকাচ্ছে l
” তুই আমার কথা রাখ কেয়া l তোর মতো মেয়ের
চাকরির অভাব হবে না l তোর শিক্ষাগত যোগ্যতা কোন অংশে কম নয় l ”
চাকরির অভাব হবে না l তোর শিক্ষাগত যোগ্যতা কোন অংশে কম নয় l ”
” …হয়না …ও আমাকে একা বাঁচতে দেবে না l
….শোভনের সন্মন্ধে তোদের কোন ধারণা নেই ! ও একটা বিকৃত কাম মানসিক রোগী
l যার চিকিৎসাও কল্পনার বাইরে ! ” ওর দুচোখে জলের ধারা l
….শোভনের সন্মন্ধে তোদের কোন ধারণা নেই ! ও একটা বিকৃত কাম মানসিক রোগী
l যার চিকিৎসাও কল্পনার বাইরে ! ” ওর দুচোখে জলের ধারা l
” স্যার , ব্যান্ডেল মোড় আসতে চলেছে l ”
সুনীলের গলার স্বরে আমরা নড়েচড়ে বসলাম l
সুনীলের গলার স্বরে আমরা নড়েচড়ে বসলাম l
” …ওই সামনের পেট্রোল পাম্পটার কাছে আমায় নামিয়ে
দে l …আর আমার সঙ্গে যোগাযোগ রাখিস না l শুধু শুধু কষ্ট পাবি l ভাবিস , আমি
মরে গেছি l ” কেয়া দরজা খুলে নেমে গেলো l প্রথমে শোভনের কথা শুনে ভালো লেগেছিলো
l ভেবেছিলাম একটা ভাঙা ঘর জোড়া লাগছে …l আর এখন ? কেয়া কি শুধুমাত্র
বাড়ির লোকের কথা ভেবেই …এই ভুল সিদ্ধান্ত নিতে চলেছে ? শোভনের কথানুযায়ী ,
রবিবার কেয়া বর্ধমান যাবে l
দে l …আর আমার সঙ্গে যোগাযোগ রাখিস না l শুধু শুধু কষ্ট পাবি l ভাবিস , আমি
মরে গেছি l ” কেয়া দরজা খুলে নেমে গেলো l প্রথমে শোভনের কথা শুনে ভালো লেগেছিলো
l ভেবেছিলাম একটা ভাঙা ঘর জোড়া লাগছে …l আর এখন ? কেয়া কি শুধুমাত্র
বাড়ির লোকের কথা ভেবেই …এই ভুল সিদ্ধান্ত নিতে চলেছে ? শোভনের কথানুযায়ী ,
রবিবার কেয়া বর্ধমান যাবে l
সন্ধ্যের সময় বাড়ি এসে পৌঁছলাম l …শোভনের
বিষয়ে যা শুনলাম , শনিবার ভূত দেখতে ওখানে যাবার কোন প্রশ্নই নেই ! যার
নিজের মন এতো ভয়ঙ্কর , বিষাক্ত ….সে নিজেই ভূত l
বিষয়ে যা শুনলাম , শনিবার ভূত দেখতে ওখানে যাবার কোন প্রশ্নই নেই ! যার
নিজের মন এতো ভয়ঙ্কর , বিষাক্ত ….সে নিজেই ভূত l
গা টা ধুয়ে সোফায় এসে বসেছি l অর্কের ফোন
এলো …l তবে কি কেয়া আমার সঙ্গে দেখা হবার কথা বলেছে ? ” শঙ্কর ,
ফিরেছিস ? ”
এলো …l তবে কি কেয়া আমার সঙ্গে দেখা হবার কথা বলেছে ? ” শঙ্কর ,
ফিরেছিস ? ”
” জাস্ট আধ ঘন্টা ! ”
” গতকাল ইচ্ছে করেই তোকে খবরটা আমরা
দিই নি …l ” মনে প্রশ্নের ছোঁয়া লাগলো l কি খবর বলতে চায় ও ? …খবর বলতে তো
কেয়া আর শোভন ! ” কাজের বাড়িতে বলতে চাই নি l ”
দিই নি …l ” মনে প্রশ্নের ছোঁয়া লাগলো l কি খবর বলতে চায় ও ? …খবর বলতে তো
কেয়া আর শোভন ! ” কাজের বাড়িতে বলতে চাই নি l ”
” ধানাই পানাই না করে বল ”
” ….গতকাল রাত্রে কেয়াকে নিয়ে শোভন ওদের
বর্ধমান ফ্ল্যাটে যায় l ”
বর্ধমান ফ্ল্যাটে যায় l ”
” গতকাল ? ” অবাক হই l
” রাত্রেই কেয়াকে গলা টিপে
হত্যা করে l …তারপর ফ্ল্যাটের ছাদ থেকে লাফিয়ে পরে নিজে আত্মহত্যা করে l”
হত্যা করে l …তারপর ফ্ল্যাটের ছাদ থেকে লাফিয়ে পরে নিজে আত্মহত্যা করে l”
ওর কথা কান দিয়ে ঢুকছে না l …একটা কনকনে শীতল
অনুভূতি সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে l এই গরমেও ঠান্ডা লাগছে l ….অর্ককে
কি বলবো ? এইমাত্র জোড়া মৃতদেহের সাথে কথা বলে এলাম ? ….তাছাড়া সত্যি ভূতের
গল্প গ্রূপের সভায় গিয়ে এই ঘটনা বললে , আমাকে তো মিথ্যেবাদী বা পাগল বলবে !!!
অনুভূতি সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে l এই গরমেও ঠান্ডা লাগছে l ….অর্ককে
কি বলবো ? এইমাত্র জোড়া মৃতদেহের সাথে কথা বলে এলাম ? ….তাছাড়া সত্যি ভূতের
গল্প গ্রূপের সভায় গিয়ে এই ঘটনা বললে , আমাকে তো মিথ্যেবাদী বা পাগল বলবে !!!
…………………………