OBUJH MON LYRICS (অবুঝ মন) AP Shuvo | Jovan, Payel

Bongconnection Original Published
3 Min Read


OBUJH MON LYRICS (অবুঝ মন) AP Shuvo | Jovan, Payel

OBUJH MON LYRICS (অবুঝ মন) AP Shuvo | Jovan, Payel
Loading...
Obujh Mon Lyrics from Bengali new Eid song. Sung by AP Shuvo, Starring Jovan & Payel. Lets enjoy this beautiful Song Lyrics

Song Credits – 

Song Title : Obujh Mon (অবুঝ মন)
Lyrics : Johny Hoque
Singer : AP Shuvo
Tune and Compose : Naved Parvez
Label : CINEMAWALA
 

Obujh Mon Lyrics In Bengali 

নাম না জানা কোন হাওয়ায়,
তোমার আলো চোখে লাগায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার সুতো ইচ্ছে জাগায়,
বাঁধা পড়েছি কী যে মায়ায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমাকে ভীষণভাবে প্রয়োজন,
প্রেমে কেমন জানি শিহরণ।
তোমার জন্য যত আয়োজন, 
ঘুম উড়ে যায় তাই সারাক্ষণ।
নাম না জানা কোন হাওয়ায়,
তোমার আলো চোখে লাগায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার সুতো ইচ্ছে জাগায়,
বাঁধা পড়েছি কী যে মায়ায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার হাতে আমার দিনেরা,
রোদ্দুর সাজিয়ে রাখে,
গল্পে গল্পে আকাশ রঙেরা,
লাল নীল কমলা আঁকে।
তোমার হাতে আমার দিনেরা,
রোদ্দুর সাজিয়ে রাখে,
গল্পে গল্পে আকাশ রঙেরা,
লাল নীল কমলা আঁকে।
তোমাকে ভীষণভাবে প্রয়োজন,
প্রেমে কেমন জানি শিহরণ।
তোমার জন্য যত আয়োজন
ঘুম উড়ে যায় তাই সারাক্ষণ।
নাম না জানা কোন হাওয়ায়,
তোমার আলো চোখে লাগায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার সুতো ইচ্ছে জাগায়,
বাঁধা পড়েছি কী যে মায়ায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার চোখে আমার নদীরা,
প্রাণের ভেলাটি ভাসায়।
স্বপ্নে স্বপ্নে বাজায় মন্দিরা,
ডুবে যায় ভালোবাসায়।
তোমার চোখে আমার নদীরা,
প্রাণের ভেলাটি ভাসায়।
স্বপ্নে স্বপ্নে বাজায় মন্দিরা,
ডুবে যায় ভালোবাসায়।
তোমাকে ভীষণভাবে প্রয়োজন,
প্রেমে কেমন জানি শিহরণ।
তোমার জন্য যত আয়োজন,
ঘুম উড়ে যায় তাই সারাক্ষণ।
নাম না জানা কোন হাওয়ায়,
তোমার আলো চোখে লাগায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার সুতো ইচ্ছে জাগায়,
বাঁধা পড়েছি কী যে মায়ায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
নাম না জানা কোন হাওয়ায়,
তোমার আলো চোখে লাগায়,
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।
তোমার সুতো ইচ্ছে জাগায়
বাঁধা পড়েছি কী যে মায়ায়
ওড়ে চুপিচুপি অবুঝ মন পায়রা।।

 ভিডিও দেখুন 



আরো পড়ুন, Chokher Polok Lyrics
গানটি ভালো লাগলে প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ….
ভালো থাকুন, গানে গানে থাকুন…।
Thank You, Visit Again….

Tags – Bengali Lyrics, Jovan, Payel, Bengali Song
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.