প্রথম প্রেমের গল্প – Bengali Love Story

Bongconnection Original Published
2 Min Read


 প্রথম প্রেমের গল্প – Bengali Love Story 

প্রথম প্রেমের গল্প - Bengali Love Story
Loading...
ঈশিতার শারীরি মাদকতায় ভেসে যাচ্ছে সৈকত..
দুষ্টুমি আর খুনসুটি’র অভিনব সূত্র দিয়ে শুরু করেছিল সৈকত,তার আদরের ফোরপ্লে..
 দীর্ঘ্য দিনের মর্মস্পর্শী প্রতীক্ষার পর তারা আজ একসাথে,এক বিছানায়.
ঈশিতার’ও খুব ভালো লাগছিলো এভাবে সৈকতের সান্নিধ্য পেতে..
..দুটো শরীর যেন একাত্ম হয়ে যাচ্ছিলো..
 ঈশিতার নিটোল বুকে কান পেতে ধুকপুকানি শুনতে তখন ব্যস্ত সৈকত..
তার সঙ্গিনীর’ও চোখে মুখে ফুটে উঠেছিল তৃপ্তির সুস্পষ্ট রেখা…  কয়েক
মুহূর্তের জন্য প্রেমিক যুগল ভুলে গিয়েছিল অদৃষ্টের কথা .  .
ছন্দ পতন ঘটলো হঠাৎ যেন…
পারলোনা ঈশিতা,সৈকত কে আবেগী হয়ে সহযোগিতা করতে. 
সড়িয়ে দিলো নিম্নাঙ্গ !. সৈকত যেন অনড় তবুও. 
পাগলের মতো ঈশিতা কে আদর করতে করতে ,চোখে চোখ রাখলো সৈকত.
ছল ছল করছে লবনাক্ত জল ঈশিতার চোখে..
বড় বড় ভাঁজ পড়েছে কপালে..ঠেলে সরাতে চেষ্টা করলো সৈকত কে আপ্রাণ . পেরে উঠলোনা
শারীরিক ক্ষমতায় .  



নিজেকে  উন্মুক্ত করে সজ্জ্যা-সঙ্গিনীর কোনো প্রতিক্রিয়ায় আমল দিলোনা
সৈকত.
সৈকতের পিঠ খামচিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো ঈশিতা.. –হাঁফাতে হাঁফাতে বললো–
–“কেহহঃনো করছো এসব ? তোহ..হমার  জীবন তোমার কাছে প্রিয় না হলেও
আহ..মার  কাছে,আমার জীবনের চেয়েও দামি. ”
ঈশিতা কে জাপ্টে আরও নিবিড় করে সৈকতের মুচকি হাসিতে জবাব ছিল –
–” আমি ঠিক’ই  করছি..তোমার কাছে গিয়ে,তোমার অভন্তরে মিশবো. শেষ হবো….
যাতে নুতন করে তোমাকে ছাড়া আর শেষ না হতে হয়..”
নিজের পুরুষার্থঃ উজাড় করে ঈশিতা কে আপন করলো সৈকত..
বিষাদের অথৈ জলে আকণ্ঠ আজ ঈশিতা. ,.. সে যে সৈকত কে ভীষণ ভালোবাসে.
ঈশিতা কে আদর করে পরিতৃপ্ত সৈকত..
দুজনকে আলাদা করার সাধ্যি আজ কারুর নেই.
প্রায় বছর খানেক আগে,একটি অস্ত্রোপচারের সময় ..
এইচ আই ভি সংক্রমিত প্লাসমা স্বমহিমায় পথ খুঁজে পেয়েছিলো ঈশিতার শরীরে.সেই
পজিটিভের’ই নিগেটিভিটি বয়ে বেড়াচ্ছে মেয়েটি.
তবুও তাকে একা হতে দেয়নি তার মনের মানুষ..
দুজনার বড় সাধ ছিল,সত্যিকারের ঘর বাঁধবে এই টানাপোড়েনে জর্জরিত, মিথ্যে কথার
শহরে.   

————————————————————————— 
     
কালশিটে চোখে,শুকনো গালে,সৈকতের চোখে ঈশিতা আজ’ও আকর্ষণীয়.
আর ঈশিতার চোখে সৈকত চিরস্মরণীয়.. 
জীবন তাদের হারিয়েছে, কিন্তু এবার জীবনের হারার পালা. 
_______________________________________________

প্রিয় গল্প পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। 
ভালো থাকুন।..
Thank You, Visit Again…

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.