Bangla Premer Kobita – প্রেমে অপ্রেমে – Love Poem

Bongconnection Original Published
1 Min Read



Bangla Premer Kobita – প্রেমে অপ্রেমে – Love Poem

Bangla Premer Kobita - প্রেমে অপ্রেমে - Love Poem
Loading...
প্রেমে অপ্রেমে – ১ 





দূর দেশের ওই অচীন নদীর তীরে,
একতারাতে বাঁধবো আমি সুর।
তুমি থেকো মহীরুহের ভিড়ে,
আমার সুরে পাশ্চাত্যের রূঢ়।

তাকিয়ে বিকেল রোজনামচার হানায়,
তোমার’পরে একটু ছোঁয়াছুঁই।
শুষ্ক কানন  নিরাশ স্বরে জানায়,
বসন্তেরা ভিড় করেনি কই!

সন্ধ্যা যখন নামলো আমার পাড়ায়,
আরোহনের সুর গুলো সব পালায়।
কুজ্ঝটিকার প্রেমের বোঝাপড়ায়,
হারতে চাওয়া অমোঘ অবহেলায়।

আগলে রাখার মিথ্যে অজুহাতে,
তোমার শরীর আঁকড়ে ধরার প্রয়াস।
গল্প নিছক সমাপ্তিতেই মাতে,
শুরুর কারণ “প্রাচীন ইতিহাস”।



Bangla Premer Kobita - প্রেমে অপ্রেমে - Love Poem
প্রেমে অপ্রেমে – ২

 চল ভেসে যাই আজ, ওই লাল রঙের নৌকায়।
গড়বো আস্তানা কোনো এক অচীন দ্বীপে। যেখানে কেউ কোথাও নেই। পাশাপাশি টলমলে নৌকায় নিজেদের সামলাতে গিয়ে জড়িয়ে ধরে অনেকটা কাছে চলে আসতে পারবো অনায়াসে, সামলে নেওয়ার  অজুহাতে বা সামলানোর প্রবণতায়।
খড়কুটো দিয়ে যেখানে ঘর বানিয়ে বনানীর ভিড়ে লুকিয়ে করবো অভিসার। কেউ কোথাও নেই, নেই লাজ নেই আগলে রাখার ভয়।
নেই হারিয়ে যাওয়ার বারণ, নেই কোনো নিন্দার কারণ। শুধুই ভালোবাসা থাকবে যেখানে সেখানে উষ্ণতার বহিঃক্ষরণ ঘটবে আবদারের গহব্বর থেকে। .

Share This Article