Maha Mrityunjay Mantra Lyrics In Bengali (মহা মৃত্যুঞ্জয় মন্ত্র)
হিন্দু সনাতন ধর্ম অনুসারে Maha Mrityunjay Mantra র মধ্যে রয়েছে সেই শক্তি, এই একটি মাত্র মন্ত্রই হয়ে উঠতে পারে জীবনের পরম পাথেয় । আপনার বিপদের দিনে আপনাকে দেখাতে আশার আলো । বেদ এ রয়েছে এই মন্ত্র আর মন্ত্রে বর্ণিত হয়েছে ভগবান শিবের মহিমা । তো, চলুন জেনে নেওয়া যাক সেই সব মন্ত্র …
ওম ত্র্যম্বকম যজামাহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম/ উর্ভারুকমিভ বন্ধননমৃ্ত্যৌরমুকশি মামৃতাত।
এবার জেনে নিন এই মন্ত্র জপ করার আগে কী কী বিষয়ে খেয়াল রাখবেন—
সকালে স্নান করার পরে পবিত্র মনে এই মন্ত্র পাঠ করুন।
এই জপ করতে হবে রুদ্রাক্ষের মালার সাহায্যে।
ধূপ বা প্রদীপ সহযোগে এই মন্ত্র জপ করুন।
ভগবান শিবের ছবি বা মূর্তি কিংবা মহামৃত্যুঞ্জয় যন্ত্রের সামনে দাঁড়িয়ে এই মন্ত্র জপ করুন।
কুশের আসনে বসে জপ করুন।
যদি নিজে মন্ত্র জপ করতে না পারেন, তাহলে কোনও পুরোহিতকে ডেকে নিয়মিত নিজের বাড়িতে এই মন্ত্র পাঠ করান।
এবার জানুন কী কী উপকার পাবেন—
এই মন্ত্রের জপ করলে সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই মেলে।
পরিবারে কেউ অসুস্থ থাকলে তাঁর স্বাস্থ্যের উন্নতি হবে।
আশু সঙ্কট থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী।
কালসর্প দোষ, বাস্তু দোষ, পিতৃদোষ— এই ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত এই মন্ত্র জপ করলে।
Maha Mrityunjay Mantra In Bengali
ॐ ত্রৈয়ম্বকম্ য়জামহে সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্
উর্বারূকমিব বন্ধনাম্ মৃত্যুরমোক্ষিয় মামৃতাত
Sanskrit and English
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् |
उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय माऽमृतात् ||
Aum Tryambakam yajaamahe sugandhim pushtivardhanam |
Urvaarukamiva bandhanaan-mrityormuksheeya maamritaat ||
The Meaning of the Mantra
We worship the three-eyed One, who is fragrant and who nourishes all.
Like the fruit falls off from the bondage of the stem, may we be liberated from death, from mortality.
Tags – Bengali Mantra, Bengali Lyrics