Dada Ami Sate Pache Thaki Na Lyrics (সাতে পাঁচে থাকি না) Rudranil Ghosh
Dada Ami Sate Pache Thaki Na By Rudranil Ghosh.
এই কবিতাটির মাধ্যমে রুদনীল ঘোষ যেন বর্তমান সমাজের এক বাস্তব ছবি আমাদের সামনে তুলে ধরেছেন । বাস্তবে অনেক মানুষই আছেন যারা ব্যাস্ততা নামক এক মুখোশের আড়ালে নিজেকে ঢেকে রেখে অন্যের বিপদে কিংবা সমস্যায় পাশে না থাকার একটা অজুহাত খোঁজেন । আর দিনশেষে বলেন ‘দাদা আমি সাতে পাঁচে থাকি না ‘ । তো, চলুন দেখে নেওয়া যাক পুরো কবিতাটি….
Dada Ami Sate Pache Thaki Na
দাদা আমি সাতে পাঁচে থাকি না।
যে যা করে দেখি ভাই, সুবিধে যা নিয়ে যাই,
দুম করে প্রকাশ্যে আসি না।
দাদা আমি সাতে পাঁচে থাকি না।
রাজনীতি দলাদলি, কিংবা সে কোলাকুলি,
যে যা খুশি হয়ে যাক, দুনিয়া চুলোয় যাক।
আমি টু শব্দটি করি না,
বারান্দা থেকে আমি নামি না।
দাদা আমি সাতে পাঁচে থাকি না।
এই তো ক’দিন আগে ঝড়ে সব এলোমেলো,
আলো – জল চলে গেল।
লোকজন খচে গিয়ে অবরোধ করে দিল,
ঠিক ক’দিন পর সব ওকে হয়ে গেল।
টুক করে ঘরে দেখি এসি – টিভি অন হল,
হুজ্জুতি বাবারে, এত কি উচিৎ ছিল?
যদিও বা এতসত বুঝি না।
বারান্দা থেকে আমি নামি না,
দাদা আমি সাতে পাঁচে থাকি না।
করোনায় মাছ কাটি, বউয়ের শাড়ি ধুই,
মাঝে মাঝে আমি করি রান্না।
কে কোথায় মরে গেল, কার ঘর ভেঙ্গে গেল,
পোষায় না অতসত কান্না।
বারান্দা থেকে আমি নামি না,
দাদা আমি সাতে পাঁচে থাকি না।
এবার দুর্গ পূজো নম নম করে হবে,
জামা – জুতো কাউকেই দেব না।
চাঁদা চাইতে এলে দশ টাকা গুঁজে দেব,
কারো আবদার কানে নেব না।
তবু ত্রাণের একশ টাকা কেড়ে নিল ছেলেরা,
পাশে শালা ছিল বলে দিয়েছি।
আমার ঝামেলা নিয়ে আমি আছি চুপচাপ,
কারো কাছে কোনকিছু চেয়েছি?
ভাবুক দেশের কথা দেশের নেতারা সব,
ঝড় – জল – করোনা ভাইরাস।
ভোট দেওয়া ডিউটি আমি সেটা করে দি,
আমি কি বিলিয়ে দেব বারো মাস?
তোমায় আপন ভাবি তাই খুলে বলছি,
আজকাল কারো সাথে মিশি না।
পাড়া – প্রতিবেশী আমি কারু বাড়ি যাই না,
খাওয়া দাওয়া এমন কি – হিসি না।
ফেসবুকে কেস খাব ভুল কিছু লিখলে,
তাই ফুল ছাড়া কোন ফটো দিই না।
দিন কাল ভালো না নিজেরটা বুঝে নাও,
তর্কেও কারো সাথে লেগো না।
শুধু পাড়ায় এম এল এ এলে, ছুটে গিয়ে হাত নাড়ি,
হাসি মুখে থাকি কিছু বলি না।
সব ব্যাটা ভেবে মরে আমি তাকে ভোট দেব,
বারান্দা থেকে তবু নামি না।
দাদা আমি সাতে পাঁচে থাকি না।
জানি তুমি বলবে আমি হাড় বজ্জাত,
লাভ নেই, কানে বেশী শুনি না।
দু’বছর হয়ে গেল এভাবেই চলছে,
ডাক্তার খরচও করি না।
বারান্দা থেকে আমি নামি না।
দাদা আমি সাতে পাঁচে থাকি না।
সাতে পাঁচে থাকি না ভিডিও
ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। .
ভালো থাকুন, পাশে থাকুন।.
Thank You, Visit Again…
Tags – Rudranil Ghosh, Bengali Poem, Bengali Lyrics, Bangla Kobita