-ফোন ধরছিস না কেন? চারবার ফোন করলাম এই নিয়ে..
-এই গোছগাছ করছিলাম দেখতে পাইনি..
-হুম..কাল কটায় ট্রেন তোর?
-৯.৩৭ এ হাওড়া থেকে..
-হুম,ভালো..
-হুম…
-কিছু বলবি কি ?
-না,মানে কাল যাবো আমি তোকে ছাড়তে?
-না না,তুই আবার কষ্ট করে কেন যাবি,আমি একাই যাবো।।
-কেন যাবি কুহু?মানে ঠিক কেন যাচ্ছিস তুই?
-নতুন চাকরি,বললাম ই তো তোকে।।
-সেটা তো একটা বাহানা মাত্র,আসলে এই সমস্ত কিছু থেকে পালাতে চাইছিস তুই?কেন যাচ্ছিস তুই?এখানে থেকে কি সবটা সামলানো যেত না।।
-না, এখানে থেকে যাওয়ার মত আমার আর কিচ্ছু পড়ে নেই,বাদ দে,তুই ঘুমো অনেক রাত হলো,আর কালকে তোকে যেতে হবে না..
-কুহু শোন..
-বললাম তো যেতে হবে না,রাখলাম..
(স্টেশন)
-এই নে জল টা ভরে নে, আর দুটো হাইড এন্ড সিক আর একটা গ্রীন লেইস ওই সাইড ব্যাগে রেখে দিয়েছি,খিদে পেলে খাস।।
-হুম,ট্রেন ছাড়বে আর কিছুক্ষন এ,তুই এবার যা।।
-তুই এমন করছিস কেন?তাড়াচ্ছিস কেন এমন করে,আমি কি করেছি,যে এভাবে বিহেভ করছিস।
-ট্রেনে উঠলাম আমি,সিগনাল হয়ে গেছে,বাই ভালো থাকিস।
-কুহু কুহু প্লিজ দাঁড়া,আসতে হাঁট, কি হলো।।
-হাত টা ছাড় তুই..
-এভাবে রিয়াক্ট করছিস যেন,আমার সব দোষ,আমার জন্যই তুই চলে যাচ্ছিস..
-হা তোর জন্যই যাচ্ছি.জানতে চাইছিলি না কেন যাচ্ছি? হা আমি তোর জন্যই যাচ্ছি।।
-তুই আমায় যেভাবে দেখেছিস,কেউ দেখেনি সেভাবে আমায়,সবাই আমায় হাসতে দেখেছে,তুই কাঁদতে দেখেছিস,
সবাই আমায় হাসাতে দেখেছে,তুই ভাঙতে দেখেছিস,কত দিন রাত তুই বুঝিয়েছিস আমায়,কতটা স্বাভাবিক করেছিস,আর এসব করতে করতে কখন যে তুই আমার অভ্যেস হয়ে গেছিস বুঝিনি,ভেবেছিলাম অভ্যেস টা হয়তো দুতরফা তৈরি হয়েছে,টান টা ও দু পক্ষেরই বেড়েছে..
মানছি,ভালোবাসা হয়নি আমাদের সো কল্ড প্রেম হয়নি,
কিন্তু একটা ভালো বন্ধুত্ব তো হয়েছিল..
আর বন্ধুত্বে হারিয়ে ফেলার ভয় থাকে,নিজের সবচেয়ে কাছের মানুষটাকে অন্যের সাথে ভাগ করার কষ্ট থাকে..
কিন্ত নীল,এই অভ্যেস,এই টান সব টা শুধু আমার ই তৈরি হয়েছে,তোর নয়।।
তুই খুব নির্দ্বিধায় আমায় যেতে দিতে পারিস।।
তুই খুব স্বাচ্ছন্দে আমার দেখাশোনার গল্প শুনতে পারিস।।
তুই খুব খুশিতে আমার বিয়েতে কি রঙের পাঞ্জাবি পড়বি,তার লিস্ট বানাতে পারিস।।
কিন্তু,আমি পারি না…
আর পারি না বলেই,আমি শান্তিনিকেতন এক্সপ্রেসে দাঁড়িয়ে আর তুই প্লাটফর্মে..
সিগারেট খাওয়া বন্ধ করার জন্য আগে সিগারেটের প্যাকেট টা রাস্তায় ছুড়ে ফেলে দিতে হয়,সামনে থাকলেই আসক্তি বাড়বে, টান বাড়বে, থেকে যাওয়ার ইচ্ছা বাড়বে।।
তুই সাবধানে বাড়ি ফিরিস,আর একটা রিকোয়েস্ট আর কখনো যোগাযোগ করার চেষ্টা করিস না।।
আজ থেকে নতুন করে শুরু হোক দুটো জীবন, তবে আলাদা দুটো পথে।।
তুই ও হাঁটবি, আমিও হাঁটবো,তবে অন্য কারো সাথে।।
আমাদের তো হারিয়ে যাওয়ার ই কথা ছিল নীল..
ট্রেন,প্লাটফর্ম ছড়েছে,দুটো হাত ও একে অপরের বিপরীতে ছেড়ে যাচ্ছে ধীরে ধীরে..
আবার ও দূরত্ব বাড়ছে দুজনের,আবছা হচ্ছে সবটা..
ক্রমশ ছোট হতে হতে, অন্ধকারে মিলিয়ে গেল নীল,শেষবারের মত…❤️