বেশ কিছু বছর পর যখন আমাদের আবার কোনো এক মধ্য দুুুপুুরে দেখা হবে তখন দুজনই ক্লান্ত। বয়সের কিছুটা চাপ আমাদের মুখে পড়বে, তোমার এই নাদুসনুদুস গালে তেলচিটে একটা ভাব থাকবে।
আর আমার থাকবে মুখভর্তি দাড়ি গোঁফ।
ব্যস্ততার অজুহাতে কেউ আর শরীরের যত্ন নিতে পারছি না।
আমাদের দেখা হবে, সেই পুরোনো অভ্যাসে। তোমার পেটে কিছুটা মেদ জমে যাবে, আর আমি প্যান্ট পরবো পেটের কিছুটা উপরে।
হাতে একটা বাজার করার ব্যগ থাকবে, কতশত নিত্যনতুন ফর্দ থাকবে।
তোমাকে দেখে আমি যেমন যতটা চমকে যাবো,আমাকে দেখে তুমিও ঠিক ততটাই চমকে যাবে।
দুজন যেন কাউকে চিনতে পারছি না, অথচ আমরা জন্ম-জন্মান্তরের চেনা দুজনে!
আসলে বয়সের ভারে শরীর কিছুটা ন্যুব্জ হয়ে যাবে। তাই আমরা কেউ আর সদ্য প্রেমিক প্রেমিকার মতো নিজের দিকে ঘাড় উচু করে তাকাতে পারি না।
আমরা কিশোর কিশোরীর মতো উন্মাদ হতে পারি না।
যাচ্ছে তাই করতে পারি না। স্কুল ফাঁকি দিয়ে রিকসায় চেপে আজানার উদ্দেশ্যে হারিয়ে যেতে পারি না।
আবার আমরা চাইলেও একসাথে বসে কফির পেয়ালাতে পুরোনো অভ্যাসের ঝড় তুলতে পারি না।
আবার আমরা চাইলেও বলতে পারি না “তুমি কেমন জানি হয়ে গেছো”
অথচ একটা সময় একটু ফোন ধরতে একটু দেরি হলে, মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি হলে কতশত বাহানা খুঁজতে হতো।
অভিমান জমা রেখে বলতাম “তুমি কেমন জানি হয়ে গেছো”
সময় বদলে যায়, মানুষের অভ্যাসও বদলে যায়। কথা বলার ধরণও বদলে যায়।
নিজস্ব গন্তব্যও যেন বদলে যায়।
ক্লান্ত পথিকের মতো পথঘাট খুঁজে খুঁজে দিশেহারা সবাই।
আমরা দিনশেষে সবাই পথিক হয়ে পথ খুঁজি।
জুড়ে থাকুন বাংলার নম্বর ১ স্টোরি টেলিং ওয়েবসাইট বং কানেকশনের সাথে । নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আর পড়ুন এক্সক্লুসিভ সব লেখা । আর পছন্দের লেখাগুলো শেয়ার করুন আপনার প্রিয়জন আর বন্ধুদের সাথে ….