প্রিয় স্নান,
বহুদিন হল তোমার সাথে যোগাযোগ নেই। তুমি যোগাযোগ করতে চাইলেও আমি চাই নি। সত্যিটা বলি, অনেক সময় ইচ্ছে হয়েছিল তোমার সাথে দেখা করার, কিন্তু পরিস্থিতির চাপে আমি পিছিয়ে আসি…
আমি জানি তোমার সাথে দেখা করলে হয়ত সারাদিনের অফিসের ক্লান্তি ভুলে যাবো অথবা অফিস যাওয়ার সময় তোমার সাথে ১০ মিনিটের আলাপ হয়ত আমার শরীর, মন তরতাজা করে দিতে পারে। কিন্তু শত ইচ্ছে হলেও আমি শেষমেষ পারি না তোমার কাছে যেতে…
আমার বাড়ির লোকের কাছেও তুমি খুব আপন হয়ে গিয়েছ। মা, বাবা আমায় সারাক্ষণ বলে তোমার সাথে যোগাযোগ করতে, দেখা করতে, অল্প হলেও! কিন্তু বিশ্বাস করো, আমার সেই সাহসটা নেই! আমার মনে পড়ে যায় গতবার তোমার সাথে দেখা হওয়ার পরে আমার কষ্ট, ব্যথা! শরীরের প্রতিটা রোমকূপে, শিরায়, মজ্জায় ছড়িয়ে পড়েছিল একটা অদ্ভুত কষ্টের শিহরণ, যা আমি সহ্য করতে পারি নি। ধাতস্থ হতে অনেকক্ষণ লেগেছিল আমার…
অনেকে তোমায় ছাড়া থাকতে পারে না, তুমি অনেকের জীবনের অন্যতম অঙ্গ। কিন্তু আমি তোমায় ছাড়া থাকতে শিখে গিয়েছি! কোনও এক প্যাচপ্যাচে দুপুরে আমার স্যাঁতস্যাঁতে বিছানায় শুয়ে ঘামতে ঘামতে তোমার কথা মনে পড়ে, মনে পড়ে কীভাবে তুমি আমার সমস্ত কষ্ট জুড়িয়ে দিতে পারতে, অথচ আমি বিছানা ছেড়ে উঠতে পারি না! কারণ তোমায় ছাড়া থাকতেই আমি অভ্যস্ত।
যতই লোকে আমায় খারাপ ভাবুক, যতই তোমার কারণে আমি সমাজের কাছে অস্পৃশ্য হয়ে থেকে যাই, আমি তোমার সাথে যোগাযোগ করার সাহসটা করে উঠতে পারি নি, পারি না।
আজ চিঠিটা লিখছি কারণ আমি তোমায় জানাতে চাই যে তোমায় আমি মিস করি, কিন্তু তোমার সাথে সম্পর্ক আমার পক্ষে সম্ভব নয়। ভালো থেকো…
ইতি,
তোমার ব্যর্থ প্রেমিক…
লেখাটি পড়িয়া আপনি হাসিতে পারেন , লুটোপুটি খাইতে পারেন , সেইসঙ্গে শেয়ার ও করিতে পারেন । নীচে Facebook , What’s app এর লোগো দেওয়া আছে । টাচ করিয়া এরকম একটা রোমহর্ষক প্রেমের গল্প শেয়ার করিয়া বাধিত করিবেন …😁