বিখ্যাত অভিনেতা স্যার চার্লি চ্যাপলিনের নাম শুনেছেন..? এই অভিনেতা ১৯ বছর বয়সে প্রথম প্রেমে পড়েছিলেন এক ইংরেজ মেয়ের..মেয়েটির নাম ছিল “হেটি”..এক অসাধারণ সুন্দরী..
চার্লি যখন থিয়েটারে অভিনয় করত,তখন মেয়েটি একই থিয়েটারে নাচ শিখতে আসত..প্রথম দিনেই হেটির নাচ দেখে চার্লি প্রেমে পড়ে যায়..কিন্তু কিভাবে কথা বলবে, সেই চিন্তা করতে করতে মেয়েটির পাশে গিয়ে দাঁড়ায় সে.. কি কথা বলবে সে? সাতপাঁচ ভাবতে ভাবতে মেয়েটিকে সে বলে যে,অনেক সুন্দর নেচেছো তুমি..
কি নাম তোমার..? সে উত্তর দিল হেটি..
বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল চার্লির.. প্রতিদিন এভাবে দেখা হওয়া-কথা হওয়া থেকে প্রেমে পড়ে গেল চার্লি আর হেটি..দুজন দুজনকে এত ভালোবাসত যে,একদিন দেখা না হলেই তারা থাকতে পারত না..
কিন্তু অভিনয়ের জন্য চার্লিকে অনেক দূরে যেতে হয়…তবুও একটু অবসর পেলেই তিনি ছুটে যেতেন হেটির কাছে..
এই ভাবে দুই বছর কাটার পর চার্লিকে আমেরিকায় যেতে হয় অভিনয়ের কারণে..বিদায়ের দিন দুজনেই অনেক্ষণ ধরে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করেছিল..
আমেরিকা নতুন শহর , নতুন সব মানুষজন , অনেক কাজের চাপ ছিল তবুও সেখানে গিয়েও নিয়মিত যোগাযোগ করত চার্লি..
অথচ ৬মাস পর লন্ডনে ফিরে এসে চার্লি শোনে যে, তার প্রেমিকা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে … এই মর্মান্তিক খবর শুনেও তার মাঝে তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি.. তখন চ্যাপলিনের এক বন্ধু এটার কারন জানতে চাইলে সে বলে
“আমেরিকায় যাওয়ার পর যেদিন থেকে আমি বুঝতে পেরেছি সে চলে যেতে চাইছে , সেদিনই আমি তাকে মুক্তি দিয়েছি … আজ তো আনুষ্ঠানিকতা মাত্র.!!”
মনোবিজ্ঞানীরা বলেন,
প্রিয় মানুষগুলো কখনো হুট করে হারিয়ে যায়না.. যাওয়ার অনেক আগেই সে ধীরে ধীরে যেতে থাকে.. ইনিয়ে বিনিয়ে সে বুঝিয়ে দিতে থাকে দীর্ঘদিন একই কক্ষপথে ঘুরতে ঘুরতে সে ক্লান্ত.. এই সম্পর্ক তার পক্ষে আর চালিয়ে যাওয়া সম্ভব না..
বেশিরভাগ মানুষ কষ্টে থাকার কারন হলো, সে এগুলো বুঝেও মেনে নিতে চায়না.. যদিও কোন কিছুই তার অধিকারে থাকেনা .. সম্ভাবনার সব সূত্র মিলিয়েও যখন কোন সমীকরণ দাড় করাতে পারেনা তখনও সে মেনে নিতে চায়না.. খুব কম মানুষ ই পারে বিদায়ের আগেই কাউকে বিদায় জানাতে.. যারা পারে, তারা কখনো ঠকেনা !!
কেউ চলে যেতে চাইলে তাকে আটকে রাখার চেষ্টা না করে হাসিমুখে বিদায় জানিয়ে দিন … দেখবেন কখনো আফসোস হবেনা…
সাবধান !! অনুনয় করে পথ আটকানোর চেষ্টা করবেন না … তা না হলে সারাজীবনের জন্য নিজেই আটকা পরে যাবেন !!
জীবন টা বড্ড সুন্দর ও কালারফুল , উপভোগ করুন জীবনের মুহূর্ত গুলোকে ভালো ভাবে কাটানোর । জীবনে বেঁচে থাকার জন্য ভালো থাকাটা ভীষণ জরুরী । আর বেঁচে থাকার মতো আনন্দ আর কোন কিছুতেই নেই ।
শেয়ার করুন আপনার জীবনের বিশেষ কিছু মুহূর্তের কথা । লিখে পাঠান [email protected] এই মেল আইডিতে । পরবর্তী কোন এডিশনে হয়তো আপনার জীবনের সেই কথাগুলো আমরা প্রকাশ করবো ।। ততক্ষণ ভালো থাকুন , সুস্থ থাকুন
কারণ , জীবন তো একটাই …😊